বঙ্গোপসাগরে যৌথ সামরিক মহড়া আয়োজন করতে যাচ্ছে ভারত ও রাশিয়া। আগামী ফেব্রুয়ারি মাসে ‘মিলান ২০২৬ নাভাল এক্সারসাইজ’ নামে এই মহড়া অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাস।
রুশ নৌবাহিনীর অধিভুক্ত সংস্থা রাশিয়ান মেরিটাইম বোর্ডের বরাতে প্রতিবেদনে বলা হয়, এই মহড়ায় রাশিয়ার প্যাসিফিক ফ্লিটের ফ্রিগেট মার্শাল শাপোশনিকভসহ একাধিক যুদ্ধজাহাজ অংশ নেবে। অত্যাধুনিক সক্ষমতাসম্পন্ন এই বিশাল রণতরী সাগর থেকেই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং সাবমেরিনবিধ্বংসী গাইডেড মিসাইল নিক্ষেপ করতে পারে। সাধারণত প্রশান্ত মহাসাগর অঞ্চলে সামরিক টহলে ব্যবহৃত শাপোশনিকভ ইতোমধ্যে মহড়ায় অংশ নিতে বঙ্গোপসাগরের পথে রওনা হয়েছে। রাশিয়ান মেরিটাইম বোর্ড জানায়, বুধবার জাহাজটি ওমানের মাস্কাট বন্দর অতিক্রম করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, বঙ্গোপসাগরে মহড়া শেষ করে শাপোশনিকভ ভারতের তামিলনাড়ু রাজ্যের বিশাখাপত্তম বন্দরের দিকে যাত্রা করবে এবং আগামী ১৮ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে সেখানে পৌঁছাবে। উল্লেখ্য, এই যৌথ মহড়ার বিষয়ে তিন মাস আগেই ঘোষণা দিয়েছিল ভারতের নৌবাহিনী।