• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

“নির্জীব” – রাহাত মাহমুদ মারুফ

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০২১, ১৮:১৫ অপরাহ্ণ
“নির্জীব” – রাহাত মাহমুদ মারুফ
সংবাদটি শেয়ার করুন...

 

নির্জীব

 -রাহাত মাহমুদ মারুফ


আজ আমি নির্জীব বলে ব্যাঙ্গেরা নৈঃশব্দে চলে গেছে৷

আজ আমি নির্জীব বলে রাতের আকাশের তাঁরা গুলো অভিমানে মেঘের আড়ালে লুকিয়ে গেছে৷

আজ আমি নির্জীব বলে মাটিরা কান্না করতেছে করুন স্বরে৷

আজ আমি নির্জীব বলে দিনের, দিনগুলো কাটতেছে বড়ো  একাকার৷

আজ আমি নির্জীব বলে বাতাস গুলো ভুগতেছে স্পর্শ হীনতায়৷

আজ আমি নির্জীব বলে এক তরুনী আত্মহত্যা করেছে আমার প্রেম না পাওয়ায়৷

আজ আমি নির্জীব বলে মহাসমুদ্রের কল্লোলধ্বনি বয়ে গেছে নিরবতায়৷

আজ আমি নির্জীব বলে ভোরের পাখি গুলো ডাকে আমায় না পাওয়ায়৷

আজ আমি নির্জীব বলে লজ্জাপতি গাছের মতো প্রকৃতি চুপশে গেছে আমার নির্জীবতার ছোঁয়ায়৷

লেখকঃ
রাহাত মাহমুদ মারুফ
শিক্ষার্থী, অমৃত লাল দে মহাবিদ্যালয়,
বরিশাল।