পুলিশ বিভাগে অতিরিক্ত ডিআইজি থেকে ডিআইজি পদে ৩২ জনকে পদোন্নতি দেয়া হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। এদের মধ্যে র্যাব-১০ এর অধিনায়ক মাহফুজুর রহমান বরিশাল মেট্রোপলিটান পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিসিএস পুলিশের ১৮ ব্যাচের কর্মকর্তাদের মধ্যে ডিআইজি হয়েছেন- র্যাব-১০ এর অধিনায়ক মাহফুজুর রহমান, র্যাব-৪ এর অধিনায়ক মোজাম্মেল হক, পুলিশ সদরদপ্তরের রেজাউল হক, ডিএমপির যুগ্ম কমিশনার মনির হোসেন, এন্টি টেররিজম ইউনিটের মনিরুজ্জামান, হাইওয়ে পুলিশের মো. মিজানুর রহমান, পুলিশ সদরদপ্তরের মুনিবুর রহমান, সিলেট মহানগরীর অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ, রাজশাহী রেঞ্জের জয়দেব কুমার ভদ্র, পুলিশ সদরদপ্তরের কাজী জিয়া উদ্দিন, ঢাকা পিবিআইয়ের মো. গোলাম রউফ খান, ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান, ডিএমপির যুগ্ম কমিশনার মাহবুব আলম, র্যাবের ইনভেস্টিগেশন অ্যান্ড ফরেনসিক বিভাগের পরিচালক অতিরিক্ত ডিআইজি শেখ মোহাম্মদ রেজাউল হায়দার, ডিএমপির যুগ্ম কমিশনার শামীমা বেগম, এন্টি টেররিজম ইউনিটের সালমা বেগম।
২০তম ব্যাচের কর্মকর্তাদের মধ্যে ডিআইজি হয়েছেন- ডিএমপির যুগ্ম কমিশনার মিরাজ উদ্দিন আহমেদ, বরিশালের অতিরিক্ত ডিআইজি এ কে এম এহসান উল্লাহ, রংপুর রেঞ্জের শাহ মিজান শাফিউর রহমান, নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, পুলিশ সদরদপ্তরের এস, এম মোস্তাক আহমেদ, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবির, ডিএমপির যুগ্ম কমিশনার মঈনুল হক, ডিএমপির যুগ্ম কমিশনার মো. ইলিয়াছ শরীফ, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নুরে আলম মিনা, ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি শাহ আবিদ হোসেন, র্যাব-৮ এর অধিনায়ক জামিল হাসান, ঢাকা রেঞ্জের মো. মাহবুবুর রহমান, চট্টগ্রাম রেঞ্জের মো. সাইফুল ইসলাম, ডিএমপির যুগ্ম কমিশনার সৈয়দ নুরুল ইসলাম, ডিএমপির যুগ্ম কমিশনার মো. আনিসুর রহমান, ডিএমপির গোয়েন্দা (ডিবি) উত্তর বিভাগের যুগ্ম কমিশনার হারুন অর রশিদ।