• ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, বেতন ৮০ হাজার

দখিনের সময়
প্রকাশিত জুন ১, ২০২২, ২৩:৫৯ অপরাহ্ণ
রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, বেতন ৮০ হাজার
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক:

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। প্রতিষ্ঠানটিতে প্রকিউরমেন্ট বিভাগে লোকবল নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পদের নাম : ডেপুটি ডিরেক্টর। পদের সংখ্যা : একটি

আবেদন যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া লজিস্টিক, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ব্যবসায় প্রশাসন, ব্যবস্থাপনা বা সমমান বিষয়ে দক্ষতাসহ ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। লজিস্টিক, ওয়ারহাউজিং ও ট্রান্সপোর্টেশন, কাস্টস ও ক্লিয়ারেন্স ও প্রকিউমেন্ট বিষয়ে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

তবে হিউম্যানেটারিয়ান, ডেভেলপমেন্ট বা আন্তর্জাতিক সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকলে প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। একই সঙ্গে বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কম্পিউটার স্কিল, নির্ধারিত কাজ শেষ করার মানসিকতা, প্রশিক্ষণ প্রদানে সক্ষমতা থাকতে হবে।

যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ : ১০ জুন, ২০২২। বেতন ও সুযোগ-সুবিধা : মাসিক বেতন ৮০ হাজার টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্য সুবিধা থাকবে।