চার মহানগর পেল নতুন পুলিশ কমিশনার, বরিশালে সাইফুল ইসলাম
দখিনের সময়
প্রকাশিত জুন ৩০, ২০২২, ২০:১১ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
চার মহানগরে নতুন কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৩০ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনের তথ্যমতে, ডিএমপির অতিরিক্ত কমিশনার কৃষ্ণ পদ রায়কে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারে, ঢাকা নৌ-পুলিশ ইউনিটের অতিরিক্ত ডিআইজি থেকে ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়া মোল্লাহ নজরুল ইসলামকে গাজীপুরে, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি থেকে ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়া নুরে আলম মিনাকে রংপুরে এবং চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি থেকে ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়া মো. সাইফুল ইসলামকে বরিশাল মহানগরের পুলিশ কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।
বরিশাল মহানগরের নতুন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বরিশাল জেলার এসপি হিসেবে সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রকৌশল বিদ্যার মেধাবী ছাত্র।