Home বরিশাল পটুয়াখালী বাউফলে নির্বাচন পরবর্তী সহিংসতা নিয়ে নৌকার প্রার্থীর সাংবাদিক সম্মেলন

বাউফলে নির্বাচন পরবর্তী সহিংসতা নিয়ে নৌকার প্রার্থীর সাংবাদিক সম্মেলন

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী বাউফলের নাজিরপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর জয়লাভের পরে নৌকার কর্মীদের বাড়ী ঘরে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১২টায় নৌকার পরাজিত প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম ফারুক তার নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

ওই সময় তিনি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীদের কাছে অভিযোগ করেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল এবং বাউফল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার নৌকার বিপক্ষে গিয়ে বিদ্রোহী আওয়ামীলীগ ও স্বতন্ত্র প্রার্থী এসএম মহসিনের পক্ষে কাজ করে তাকে নির্বাচিত করেছেন। তিনি আরও বলেন, তাদের মদদেই নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সেচ্ছাসেবক লীগ ও মহিলা যুবলীগ নেতা কর্মীদের বাড়িঘরে হামলা চালানো হচ্ছে। পুলিশ প্রশাসনও তাদের পক্ষ হয়ে নাজিপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের মামলা দিয়ে হয়রানী করছে। দলের বিপক্ষে গিয়ে নৌকার প্রার্থীকে পরাজিত করায় তাদের নামে ইতিমধ্যেই বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। সংবাদ সম্মেলনে নির্যাতিত পরিবারগুলোর পক্ষ থেকে নাজিরপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি শিরীন আক্তার মুক্তা অভিযোগ করেন, বাউফল উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান হাসানের নাম বলে আমাকে ও হিন্দু পরিবারের মিতা রানীকে এলাকা ছাড়ার হুমকী দেওয়া হচ্ছে।
আয়োজিত সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম মৃধা, পৌর আওয়ামীলীগ একাংশের ৮নং ওয়ার্ড সভাপতি ফিরোজ মাস্টার, উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি হারুন অর রশিদ খান ও যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

স্কলারশিপ-এ পাকিস্তানে পড়ার সুযোগ ১০০ বাংলাদেশি, প্রধানমন্ত্রীর অনুমোদন

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন। সংবাদমাধ্যম...

Recent Comments