বাউফলে নির্বাচন পরবর্তী সহিংসতা নিয়ে নৌকার প্রার্থীর সাংবাদিক সম্মেলন
দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২২, ১৮:০১ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালী বাউফলের নাজিরপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর জয়লাভের পরে নৌকার কর্মীদের বাড়ী ঘরে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১২টায় নৌকার পরাজিত প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম ফারুক তার নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
ওই সময় তিনি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীদের কাছে অভিযোগ করেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল এবং বাউফল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার নৌকার বিপক্ষে গিয়ে বিদ্রোহী আওয়ামীলীগ ও স্বতন্ত্র প্রার্থী এসএম মহসিনের পক্ষে কাজ করে তাকে নির্বাচিত করেছেন। তিনি আরও বলেন, তাদের মদদেই নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সেচ্ছাসেবক লীগ ও মহিলা যুবলীগ নেতা কর্মীদের বাড়িঘরে হামলা চালানো হচ্ছে। পুলিশ প্রশাসনও তাদের পক্ষ হয়ে নাজিপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের মামলা দিয়ে হয়রানী করছে। দলের বিপক্ষে গিয়ে নৌকার প্রার্থীকে পরাজিত করায় তাদের নামে ইতিমধ্যেই বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। সংবাদ সম্মেলনে নির্যাতিত পরিবারগুলোর পক্ষ থেকে নাজিরপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি শিরীন আক্তার মুক্তা অভিযোগ করেন, বাউফল উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান হাসানের নাম বলে আমাকে ও হিন্দু পরিবারের মিতা রানীকে এলাকা ছাড়ার হুমকী দেওয়া হচ্ছে।
আয়োজিত সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম মৃধা, পৌর আওয়ামীলীগ একাংশের ৮নং ওয়ার্ড সভাপতি ফিরোজ মাস্টার, উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি হারুন অর রশিদ খান ও যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল প্রমুখ।