দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অপহরণের পর মোটা অঙ্কের মুক্তিপণ দিয়ে বেঁচে ফিরেছেন বাংলাদেশি ব্যবসায়ী আক্তার প্রধান। স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা এ তথ্য নিশ্চিত করেছেন। গত ২৭ আগস্ট কেপটাউনের মিচেল প্লেন এলাকার ব্যস্ত সড়কে গাড়ি থামিয়ে টেনে-হিঁচড়ে আক্তারকে একটি গাড়িতে তুলে নিয়ে যান চার যুবক।
দুই দিন পর স্বজনদের কাছে নির্যাতনের ভিডিও পাঠিয়ে ১০ কোটি টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। পরে ৩০ লাখ টাকা মুক্তিপণ দিয়ে বেঁচে ফেরেন আক্তার প্রধান। তিনি বর্তমানে কেপটাউনের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আক্তারকে উদ্ধারে ব্যবস্থা নিতে দূতাবাস থেকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল বলে জানান দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ হাইকমিশনের থার্ড সেক্রেটারি কামরুল আলম খান।
স্থানীয় প্রবাসীরা জানিয়েছেন, আক্তার প্রধানকে অপহরণের ঘটনায় স্থানীয় এক বাংলাদেশি জড়িত আছেন। তাকে ধরতে মাঠে নেমেছে পুলিশ। প্রবাসীরা আরও জানান, দক্ষিণ আফ্রিকায় অপহরণের পর মুক্তিপণ আদায় করে সে টাকা বাংলাদেশে পাঠিয়ে দেন অপহরণকারীরা। বাংলাদেশের গোয়েন্দারা এ বিষয়ে কাজ করলে দ্রুত অপরাধী চক্রগুলোকে শনাক্ত করা সম্ভব।
দক্ষিণ আফ্রিকার বাংলাদেশি কমিউনিটির নেতারা জানান, আক্তার প্রধান অপহরণের পর তাকে উদ্ধারে দেশটির বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছেন স্থানীয় বংলাদেশিরা। তবে এ ঘটনার পেছনে একজন বাংলাদেশি জড়িত রয়েছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তাকে ধরতে অভিযান চালাচ্ছে স্থানীয় প্রশাসন।