Home অন্যান্য প্রবাসের খবর বাংলাদেশিসহ সব প্রবাসীদের জন্য সৌদি বাদশাহর প্রণোদনা

বাংলাদেশিসহ সব প্রবাসীদের জন্য সৌদি বাদশাহর প্রণোদনা

দখিনের সময় ডেক্স:

বিশ্বজুড়ে চলমান মহামারি করোনাভাইরাসের কারণে সৌদি আরবেও অর্থনৈতিকভাবে ভোগান্তির শিকার হয়েছেন লাখ লাখ প্রবাসী। অনেকে আবার শূন্য হাতে দেশে ফিরতে বাধ্য হয়েছেন। তাদের কথা বিবেচনায় বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ছয় মাসের জন্য হজ ও উমরাহ খাতে কর্মরত প্রবাসীদের প্রণোদনার অনুমোদন দিয়েছেন।

যে কেউ উমরাহ আদায় করতে পারবেন। সৌদি নাগরিক, প্রবাসী, ভিজিটর সকলের জন্যই উমরাহ উন্মুক্ত রয়েছে। উমরাহের পারমিট নিতে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ আবশ্যক নয়। উমরাহ নিয়ে যেকোনো তথ্য জানতে (৮০০৪৩০৪৪৪৪) টোল ফ্রি নাম্বারে কল করার নির্দেশ দিয়েছে সৌদি হজ মন্ত্রণালয়।

সৌদি আরবের বার্তা সংস্থা এসপিএ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, দুই পবিত্র স্থানে হজ ও উমরাহ খাতে কর্মরত বাংলাদেশিসহ সকল প্রবাসীদের কথা বিবেচনা করে মসজিদুল হারাম ও মসজিদে নববীর তত্ত্বাবধায়ক বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আগামী ছয় মাসের জন্য হজ ও উমরাহ খাতে কর্মরত প্রবাসীদের প্রণোদনার অনুমোদন দিয়েছেন। সৌদি আরব সরকারের সিদ্ধান্ত মতে বিভিন্ন প্রাইভেট খাত এবং হজ ও উমরাহ বিভাগে কিছু আর্থিক প্রণোদনার মাধ্যমে উক্ত খাতগুলোতে কিছুটা হলেও প্রাণের সঞ্চার করার।

উল্লেখ্য, সৌদি সরকার ১৫০টিরও বেশি উদ্যোগ চালু করেছে, যার উদ্দেশ্য হচ্ছে মহামারির প্রতিক্রিয়া হ্রাস করা এবং ব্যক্তি, বেসরকারি খাত এবং বিনিয়োগকারীদের উপর করোনার ভয়াবহ ক্ষতিকর প্রভাব যতটা সম্ভব কমিয়ে আনা। বর্তমানে ইতমারনা অ্যাপের মাধ্যমে উমরাহ পারমিট প্রদান করা হচ্ছে। চলতি মার্চ মাসের শেষ পর্যন্ত উমরাহ পারমিট প্রদান করা হবে।

সৌদি হজ মন্ত্রণালয় জানায়, একজনের উমরাহ পারমিট দিয়ে আরেকজন উমরাহ আদায় করতে পারবেন না। তবে ইতমারনা অ্যাপের মাধ্যমে যিনি উমরাহের জন্য রেজিস্ট্রেশন করেছেন তিনি ছাড়া আর কেউ উমরাহতে ওই পারমিট ব্যাবহার করে অংশ নিতে পারবেন না। তাওয়াক্কালনা অ্যাপের মাধ্যমে উমরাহ রেজিস্ট্রেশন হচ্ছে না। ইতমারনা অ্যাপের মাধ্যমে উমরাহের পারমিট প্রদান চলছে। মার্চ মাসের শেষ পর্যন্ত উমরাহের পারমিট গ্রহণ করা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সুশাসন কি প্রতিষ্ঠিত হয়েছে?

সাধারণভাবে বলা হয়, আমলাতন্ত্রের মাধ্যমেই দেশ শাসিত হচ্ছে। কিন্তু চলমান ধারার ফলাফল এবং সুদূরপ্রসারী প্রভাব কী? জরুরি প্রশ্ন, সুশাসন কি প্রতিষ্ঠিত হয়েছে? স্বীকৃত বিষয়...

গুড় বেশি খেয়ে ফেলছেন? জেনে নিন কী হয়

দখিনের সময় ডেস্ক: গুড় দিয়ে তৈরির নানা পদের আয়োজন। পিঠা, পায়েস, সন্দেশ থাকে এই তালিকায়। গুড় স্বাস্থ্যকর খাবার হিসেবেই খাওয়া হয়। তবে কোনোকিছুই বেশি খাওয়া...

ঝগড়ার সময় যে কথাগুলো বলবেন না

দখিনের সময় ডেস্ক: রেগে গেলে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এমন সব শব্দ ব্যবহার করি যেগুলো আসলে সম্পর্ক আরও খারাপের দিকে নিয়ে যায়। আবার ঝগড়ার সময় একটু...

আবেগ কমাতে চান?

দখিনের সময় ডেস্ক: আবেগ নিয়ন্ত্রণে রাখা মুশকিল। তবে এই গুণ থাকার অনেক সুবিধা রয়েছে। আপনার কমনীয়তা এবং আত্ম-নিয়ন্ত্রণের কারণে অন্যের কাছে প্রশংসিত হবেন। কঠিন সময়ে...

Recent Comments