Home বরিশাল পটুয়াখালী বাউফলে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি পালন

বাউফলে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি পালন

বাউফল প্রতিনিধি:
এমপিও ভূক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পটুয়াখালীর বাউফল উপজেলার স্কুল,কলেজ ও মাদরাসায় তিন ঘন্টা কর্মবিরতি কর্মসূচী পালন করেছে শিক্ষক-কর্মচারীরা। আজ (১৩ মার্চ)  সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ওই কর্মসূচী পালন করা হয়। শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নিতে একাত্মা প্রকাশ করে আন্দোলনে অংশ গ্রহন করে শিক্ষার্থীরাও। এ সময়ে কোমলমতি শিক্ষার্থীদের মুখে আমাদের শিক্ষক রাস্তায় কেন ,শিক্ষামন্ত্রী জবাব চাই। আমাদের দাবি একটাই, সরকারি স্কুলে পড়তে চাই ইত্যাদি শ্লোগান উচ্চারিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সারাদেশের এম.পি.ও ভূক্ত শিক্ষক কর্মচারী জাতীয়করণ প্রত্যাশি মহাজোটের নেতৃত্বে গত ২৪ ফেব্রুয়ারী থেকে ঢাকার প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট কর্মসুচী পালন করে আসছেন বেসরকারী শিক্ষক-কর্মচারীরা। অবস্থান ধর্মঘটের পাশাপাশি দাবি আদায়ের আন্দোলন জোরদার করার লক্ষে ১২ ও ১৩ মার্চ দেশের সকল বেসকারী শিক্ষা প্রতিষ্ঠানে তিন ঘন্টা কর্মবিরতির কর্মসূচী পালনের ঘোষণা দেন মহাজোটের ওই নেতারা। ওই ঘোষণা মোতাবেক ধান্দী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়, আব্দুস ছালাম মাধ্যমিক বিদ্যালয়, বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়য়, কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়য়, বীরপাশা মাধ্যমিক বিদ্যালয়, কর্পুরকাঠী মাধ্যমিক বিদ্যালয়, ইজ্ঞিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রী কলেজ, কালিশুরী ডিগ্রী কলেজ ,নওমালা ডিগ্রী কলেজ ও চারআগলী দাখিল মাদ্রাসাসহ অর্ধশত বেসকারী শিক্ষা প্রতিষ্ঠানে তিন ঘন্টা কর্মবিরতি পালন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

প্রতারণায় হাতিয়ার ‘শয়তানের নিঃশ্বাস’

দখিনের সময় ডেস্ক: ঠিকানা জিজ্ঞেস করার ছলে প্রতারণা প্রতারণা চলছে। ‍এ জন্য ব্যবহার করা হয় 'শয়তানের নিঃশ্বাস' নামের ‍এক ধরনের মাদক। স্কোপোলামিন নামে ‍এ মাদক...

ঝুলে আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে বিএসসি সমমান মর্যাদার সিদ্ধান্ত

খালিদ সাইফুল্লাহ: ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে বিএসসি (পাস) সমমানের মর্যাদা দেওয়ার সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)। ঢাকার কাকরাইলে আইডিইবি ভবনে...

নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, বয়স ২১-৩০ হলেই আবেদন

দখিনের সময় ডেস্ক: ইবনে সিনা ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মেডিকেল টেকনোলজিস্ট (গামা ক্যামেরা) পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ০৭ মে...

বেক্সিমকোতে মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ চলছে

দখিনের সময় ডেস্ক: বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মেডিকেল প্রমোশন এক্সিকিউটিভ পদে সারাদেশে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ০৫ মে...

Recent Comments