Home অন্যান্য প্রবাসের খবর জার্মানিতে ডয়চে ভেলের সামনে আওয়ামী লীগের বিক্ষোভ

জার্মানিতে ডয়চে ভেলের সামনে আওয়ামী লীগের বিক্ষোভ

দখিনের সময় ডেস্ক:
জার্মানির রাজধানী বার্লিনের ডয়চে ভেলের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ সিভিল সোসাইটি ইন ইউরোপ ও জার্মান আওয়ামী লীগ। সোমবার(২৪ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে বার্লিনের ভোল্টা স্ট্রাসেতে জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করে তারা।
বিক্ষোভ সমাবেশে জার্মান আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ থেকে এবং জার্মানির অন্যান প্রদেশ থেকে আসা প্রবাসী বাংলাদেশীরা অংশ নেন।
বাংলাদেশ সিভিল সোসাইটি ইন ইউরোপের নেতারা বলেন, ডয়চে ভেলের মতো জার্মানির একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে বাংলাদেশ বিরোধী ও জঙ্গি দমনে সফল র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র‌্যাব) মত সুনাম অর্জনকারী নিরাপত্তা সংস্থাকে হেয় করতে তথ্যচিত্র নির্মাণ ও তা বিভিন্ন সামাজিক গণমাধ্যম প্রচার করে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত আছে। অবিলম্বে ডয়চে ভেলের বাংলা বিভাগ দেশের নিরাপত্তা বাহিনী, প্রধানমন্ত্রী ও অভ্যান্তরীণ ইস্যু নিয়ে উসকানিমূলক তথ্যচিত্র কিংবা টক শো বন্ধ না করলে আইনি প্রক্রিয়ায় তার কঠোর জবাব দেওয়া হবে।
বিক্ষোভ সমাবেশে জার্মান আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন, ডয়েচে ভেলের বাংলা বিভাগের মতো এত স্বচ্ছ ও পরিছন্ন মাধ্যমের কাছ থেকে বাংলাদেশবিরোধী এমন নেতিবাচক তথ্যচিত্র কখনোই আশা করেননি তারা। বিশেষ করে জার্মানির জনগণের করের অর্থায়নে পরিচালিত এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বাংলা বিভাগে কর্মরত কিছু ব্যক্তি সুইডেনে পালিয়ে যাওয়া তাসনিম খলিলের নেত্র নিউজের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশের কিছু রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে দেশের সম্মানহানি করতে তৎপর হয়ে উঠেছে।
মানববন্ধন ও সমাবেশ থেকে জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর হক খান ডয়েচে ভেলের কর্মকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অপসারণের দূরভিসন্ধিমূলক ষড়যন্ত্র যে কোন মূল্যে নস্যাৎ করা হবে। এ সময় জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বকুল বলেন, দেশের গর্বের মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি জামায়েত ইসলামি এবং লন্ডনের তারেক জিয়া ও যুক্তরাষ্ট্রের এনইডির অর্থায়ানে বাংলাদেশের বিরুদ্ধে এসব অপপ্রচার চালিয়ে যাচ্ছে ডয়েচে ভেলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

আমাদের দায়িত্ব সবাইকে একটি পরিবারের বন্ধনে আবদ্ধ করা: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশের সূচনা করেছি। এই নতুন দেশে আমাদের...

থানায় অভিযোগ দিতে গিয়ে গ্রেপ্তার হলেন শাহজাহান ওমর

দখিনের সময় ডেস্ক: ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর নিজ বাড়ি ও গাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ দিতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন।...

হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে দাঁড়াতে চান জেড আই খান পান্না

দখিনের সময় ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে আইনি লড়াই করতে চান বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী...

এক যুগ পর আজ সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় যাবেন খালেদা জিয়া

দখিনের সময় ডেস্ক: দীর্ঘ এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শারীরিক অবস্থা ঠিক থাকলে আজ বৃহস্পতিবার...

Recent Comments