প্রবাসী স্বামী শহীদ উল্যাকে হত্যার দায়ে স্ত্রীসহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া আদালত তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন। আর তাঁর মেয়েকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। এই মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী সরকারি কৌঁসুলি মো. জাকির হোসেন এবং মো. মফিজুল ইসলাম।
কুমিল্লার চান্দিনা থানার কাশারী খোলার নিহত শহীদ উল্ল্যার স্ত্রী হাছনেয়ারা বেগম ওরফে হাছেনা, একই গ্রামের খলিলুর রহমানের ছেলে মো. শাহজাহান, মধু মিয়ার ছেলে মো. আমির হোসেন ও তৈয়ব আলীর ছেলে মো. মোস্তফা এরৃ হলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি হলেন- নিহতের মেয়ে মোছা. খাদিজা বেগম ওরফে খোদেজা।আদালতে উপস্থিত ছিলেন আমির হোসেন, হোছনেয়ারা ও খাদিজা বেগম। আর বাকি দুই আসামি মো. মোস্তফা ও শাহজাহান পলাতক রয়েছেন।
মামলার বিবরণ থেকে জানা গেছে, কুমিল্লার চান্দিনা থানার কাশারীখোলার ছায়েদ আলীর মেঝো ছেলে শহীদ উল্ল্যা ওরফে শহীদ (৪৮)। ২০০৯ সালে ২১ নভেম্বর দিবাগত রাত ৪টার দিকে লোকজনের চিৎকার শুনে মামলার বাদী ঘুম থেকে উঠে জানতে পারেন, শহীদ উল্যাকে পাওয়া যাচ্ছে না। পরে খোঁজাখুঁজির পর ওই দিন ভোর ৭টার দিকে গ্রামের মাঠের ধানক্ষেতে শহীদ উল্যার মরদেহ পাওয়া যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।