Home অন্যান্য অপরাধ ও দূর্নীতি স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড

স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড

দখিনের সময় ডেস্ক:
প্রবাসী স্বামী শহীদ উল্যাকে হত্যার দায়ে স্ত্রীসহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া আদালত তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন। আর তাঁর মেয়েকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। এই মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী সরকারি কৌঁসুলি মো. জাকির হোসেন এবং মো. মফিজুল ইসলাম।
কুমিল্লার চান্দিনা থানার কাশারী খোলার নিহত শহীদ উল্ল্যার স্ত্রী হাছনেয়ারা বেগম ওরফে হাছেনা, একই গ্রামের খলিলুর রহমানের ছেলে মো. শাহজাহান, মধু মিয়ার ছেলে মো. আমির হোসেন ও তৈয়ব আলীর ছেলে মো. মোস্তফা ‍এরৃ হলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ‍এবং যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি হলেন- নিহতের মেয়ে মোছা. খাদিজা বেগম ওরফে খোদেজা।আদালতে উপস্থিত ছিলেন আমির হোসেন, হোছনেয়ারা ও খাদিজা বেগম। আর বাকি দুই আসামি মো. মোস্তফা ও শাহজাহান পলাতক রয়েছেন।
মামলার বিবরণ থেকে জানা গেছে, কুমিল্লার চান্দিনা থানার কাশারীখোলার ছায়েদ আলীর মেঝো ছেলে শহীদ উল্ল্যা ওরফে শহীদ (৪৮)। ২০০৯ সালে ২১ নভেম্বর দিবাগত রাত ৪টার দিকে লোকজনের চিৎকার শুনে মামলার বাদী ঘুম থেকে উঠে জানতে পারেন, শহীদ উল্যাকে পাওয়া যাচ্ছে না। পরে খোঁজাখুঁজির পর ওই দিন ভোর ৭টার দিকে গ্রামের মাঠের ধানক্ষেতে শহীদ উল্যার মরদেহ পাওয়া যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রাত ১১ টার পর চা-বিড়ির দোকান বন্ধ করার নির্দেশনা

দখিনের সময় ডেস্ক: ছিনতাই ও অপরাধ প্রতিরোধে রাতে রাস্তার মোড়ের দোকানগুলো বন্ধ করে দিতে হবে। রাস্তায় পুলিশের স্টিকার লেখা কোনো গাড়ি দেখলে ডিউটিরত পুলিশ যাচাই...

এক হচ্ছে হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম, থাকছে চমক

দখিনের সময় ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের তালিকায় রয়েছে মেটার মালিকানাধীন প্রতিষ্ঠান ফেসবুক, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ। এই অ্যাপগুলো সংযুক্ত করার জন্য প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই...

ভারত সফরে কী চমক নিয়ে আসছেন ইলন মাস্ক

দখিনের সময় ডেস্ক: চলতি মাসেই ভারত সফরে আসছেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্ক। আগামী ২১ ও ২২ এপ্রিল ভারতে অবস্থান করবেন তিনি। একইসঙ্গে সরকারি...

জিমেইলে আসছে নতুন এআই ফিচার

দখিনের সময় ডেস্ক: স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম জিমেইল। এটি ছাড়া স্মার্টফোনে কাজ করা কঠিন হয়ে পড়ে। তা ছাড়া কর্পোরেট জগতে জিমেইল ছাড়া চলা...

Recent Comments