• ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে ববি’র ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষকদের বিবৃতি

দখিনের সময়
প্রকাশিত আগস্ট ৩, ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ণ
শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে ববি’র ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষকদের বিবৃতি
সংবাদটি শেয়ার করুন...
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সকল শিক্ষক। আজ শনিবার (৩ আগস্ট) সকালে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সকল শিক্ষকদের নাম পদবীসহ, চেয়ারম্যান নুসরাত শারমিন লিপি স্বাক্ষরিত, এক বিবৃতিতে বলা হয়, “কোটা সংস্কার সংক্রান্ত যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে ঘটে যাওয়া অনাকাঙ্খিত এবং অনভিপ্রেত ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষকবৃন্দ স্তম্ভিত। এই আন্দোলনে অপ্রত্যাশিতভাবে শিক্ষার্থীসহ অনেকেই নিহত এবং আহত হয়েছেন, যা অত্যন্ত মর্মান্তিক। প্রাণহানির এ ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত ও তীব্র নিন্দাজ্ঞাপন করছি এবং নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি।”
এতে আরও বলা হয়, “এ আন্দোলনের এক পর্যায়ে সহিংস ঘটনায় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিকালীন সময়ে তাদের সাথে দেখা করেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষকবৃন্দ। তাদের প্রতি প্রথম থেকেই বিভাগের শিক্ষকবৃন্দ সহমর্মিতা ও সমবেদনা প্রকাশ করে তাদের দ্রুত আরোগ্য কামনা করে আসছেন। “
এ বিষয়ে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষকদের সাথে কথা বললে তারা জানান, আমরা চাই না আর কোনো শিক্ষার্থী আহত ও নিহত হোক। আমরা আর কোনো রক্তপাত চাই না। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা আবার ক্লাসে ফিরে আসুক।