Home বরিশাল পটুয়াখালী আমলের ক্ষেত্রে ডিজিটাল হওয়া যাবে না: ছারছীনার পীর

আমলের ক্ষেত্রে ডিজিটাল হওয়া যাবে না: ছারছীনার পীর

পটুয়াখালী থেকে মোঃ আবদুর রহমান:

আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দিন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- আমাদের মহান আল্লাহ তায়ালা এই পৃথিবীতে প্রেরণ করেছেন একমাত্র তাঁর ইবাদত বন্দেগী করার জন্য। ইবাদত বন্দেগী হবে নেক আমলের মাধ্যমে।  আর এই আমলের ওপর আখিরাতের প্রতিদান নির্ধারিত হয়। তাই আমল হতে হবে একনিষ্ঠভাবে ও লৌকিকতামুক্ত। লৌকিকতাপূর্ণ আমল মহান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। নেক আমল পরকালীন জীবনের মূলধন ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের বড় মাধ্যম। অপরদিকে আখিরাতে শান্তি ও সফলতা লাভে বান্দার আমলের বিকল্প নেই। কিন্তু জীবন চলার পথে নিজের ইচ্ছা ও অনিচ্ছায় কিছু বদ আমল সংঘটিত হয়, যা খাঁটি ও কবুল হওয়া আমলগুলো নষ্ট করে দেয়।

পীর ছাহেব কেবলা আরও বলেন- বর্তমানে আমাদেরকে আমল থেকে দূরে রাখতে আলেম মুখোশধারী কিছু লোক ঘুর ঘুর করছে। তারা বিভিন্ন আমলকে বিদয়াত অপবাদ দিয়ে নিরুৎসাহিত করছে। মূলত তাদের মূল লক্ষ্য হল  আমলের মধ্যেও ডিজিটাল হওয়া। আমাদের আমল বিনষ্টকারী এই সব আলেম থেকেসাবধানতা অবলম্বন করতে হবে এবং আমলের ক্ষেত্রে কোন ডিজিটাল হওয়া যাবে না।

গতকাল বাদ মাগরীব পটুয়াখালী জেরা শহরের প্রানকেন্দ্র বড় চৌরাস্তা সংলগ্ন খানকায়ে ছালেহিয়া মোহেবব্বয়া কমপ্লেক্স ময়দানে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) উদযাপন ও ছারছীনা শরীফের মরহুম পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) এর ঈছালে ছাওয়াব ও দোয়ার মাহফিলের প্রধান অতিথির আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।

মাহফিলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত থেকে আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেমায়েত বিন তৈয়্যেব প্রমূখ।

পরিশেষে হযরত পীর ছাহেব কেবলা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে ও এলাকার মুর্দেগানের জন্য মুনাজাত পরিচালনার মাধ্যমে মাহফিল শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

স্কলারশিপ-এ পাকিস্তানে পড়ার সুযোগ ১০০ বাংলাদেশি, প্রধানমন্ত্রীর অনুমোদন

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন। সংবাদমাধ্যম...

Recent Comments