বাউফলে ইউএনও’র বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৪, ২০:৪৮ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর বিরুদ্ধে অনিয়ম,দুনীতি ও অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈশোম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল দুপুর ১ টার দিকে বাউফল সরকারি কলেজ থেকে মিছিল বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে যেয়ে শেষ হয়।
এসময় বৈশোম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাউফল উপজেলার সংগঠক মোঃ মুনতাসির তাসরিফ লামিম সাংবাদিকদের বলেন,কয়েক দিন আগে বাউফল সরকারি কলেজ মাঠে ১৩ দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন করে ইউএনওকে সর্তক করা হয়েছিল। তারপরও কোন প্রতিকার হয়নি। যদি ইউএনও বশির গাজীর অনিয়ম,দুনীতির উপযুক্ত শাস্তি ও অপসারন না করা হবে ততদিন তাদের আন্দোলন চলমান থাকবে ।