মুন্নী সাহা ধরা এবং ছাড়া, মাঝখানে অজানা কয়েক ঘন্টা!
দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২৪, ০৯:৪০ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
সাংবাদিক মুন্নী সাহাকে পুলিশে ধরেছে এবং ছেড়ে দিয়েছে। এর মাধে কয়েক ঘন্টার খবর অজানা রয়েছে। তবে জানাগেছে, মুন্নী সাহাকে শনিবার(৩০ নভেম্বর) দিবাগত রাত ৯টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে ধরে মধ্যরাতে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ। শুধূ তাই বাসায় পৌছে দিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য, রাত ৯টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে বিক্ষুপ্ত জনতার তোপের মুখে পড়েন সাংবাদিক। পরে তেজগাঁও থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। সেখান থেকে নিরাপত্তার স্বার্থে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে যাত্রাবাড়ী থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।, বিক্ষুব্ধ জনতার তোপের মুখে প্যানিক অ্যাটাকে অসুস্থ হয়ে পড়াসহ সার্বিক দিক বিবেচনায় ৪৯৭ ধারায় পরিবারের জিম্মায় মুন্নী সাহাকে ছেড়ে দিয়েছে পুলিশ। এজন্য চার মামলায় আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন নেয়ার শর্ত জুড়ে দেয়া হয়েছে।