• ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালীতে গণপরিবহনে কলেজ ছাত্রীকে হেনস্তা

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২৪, ০৮:০৩ পূর্বাহ্ণ
পটুয়াখালীতে গণপরিবহনে কলেজ ছাত্রীকে হেনস্তা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
পটুয়াখালীতে গণপরিবহনে অর্ধেক ভাড়া দিতে চাওয়াকে কেন্দ্র করে এক ছাত্রীকে হেনস্তা করার প্রতিবাদে বিক্ষোভ করেছে পটুয়াখালী সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা। ঢাকা-কুয়াকাটা মহাসড়কে প্রায় দুই ঘণ্টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করায় সড়কের প্রায় দুই কিলোমিটার এলাকায় সৃষ্টি হয় যানজটের। এতে ভোগান্তিতে পড়ে যাত্রী ও পথচারীরা।
রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় পটুয়াখালী চৌরাস্তা এলাকায় সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে। জানা যায়, রোববার সকাল ৯টার দিকে লেবুখালী সেনানিবাস এলাকা থেকে আবির পটুয়াখালী সরকারি কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শারমিন জাহান মিম বরিশাল কুয়াকাটাগামী বাস আব্দুল্লাহ পরিবহনে করে পটুয়াখালী আসছিলেন। বাসের সুপারভাইজার মো. সুজন মিমের কাছে বাস ভাড়া চাইলে তিনি ৪০ টাকার পরিবর্তে ৩০ টাকা দিতে চান। হাফ ভাড়া দিতে চাওয়ায় বাসের সুপারভাইজার মিমকে রীতিমতো হেনস্থা করেন। মিমের অভিযোগ এ সময় তাকে শারিরীকভাবে লাঞ্চিত করার পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। স্টুডেন্ট হইছো তো কি হইছে..? দেশটা কি কিনে ফেলছো..? এই রুটে স্টুডেন্টদের কোনো হাফ ভাড়া নাই। যদি পারো বাল ফালাইয়া দেখাইস।
এই ঘটনার পর মিম কলেজের অভ্যন্তরীণ মেসেঞ্জার গ্রুপে ঘটনাটি সবাইক জানায়। এরপরই কলেজে সাধারণ শিক্ষার্থীরা সুপারভাইজার ও ড্রাইভারের বিচারের দাবিতে চৌরাস্তা এলাকায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই অবস্থান কর্মসূচি চলমান থাকলে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।