দখিনের সময় ডেস্ক:
চাঁদাবাজি ও দখল বাণিজ্যকে কেন্দ্র করে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যার পেছনের মূল নির্দেশদাতার পরিচয় জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিদেশে অবস্থানরত আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী বিনাশ দাদা ওরফে দিলীপের নির্দেশেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে তারা।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এসব তথ্য তুলে ধরেন। তিনি জানান, হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া শুটার রহিমকে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ডিবি প্রধান বলেন, কারওয়ান বাজার এলাকায় চাঁদাবাজি ও দখল নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরেই একাধিক গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সেই বিরোধের জের ধরেই বিদেশে থাকা দিলীপ ওরফে বিনাশ শুটার রহিম ও জিন্নাতকে দিয়ে হত্যাকাণ্ড ঘটান। কারওয়ান বাজারকেন্দ্রিক বর্তমানে ৮ থেকে ৯টি চাঁদাবাজ চক্র সক্রিয় বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি রাতে তেজগাঁও থানার পশ্চিম তেজতুরী বাজার এলাকায় বন্ধুদের সঙ্গে আড্ডা শেষে বাসায় ফেরার পথে মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় তার সঙ্গে থাকা সুফিয়ান ব্যাপারী মাসুদও আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী সুরাইয়া বেগম তেজগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ জিন্নাত (২৪), আব্দুল কাদির (২৮) ও মো. রিয়াজ (৩২)–সহ মোট তিনজনকে গ্রেপ্তার করে, যারা বর্তমানে রিমান্ডে রয়েছে।