• ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রতি রাতে শিল্পার আয় ২/৩ কোটি টাকা, যুক্তরাষ্ট্রে যাত্রার আবেদন খারিজ

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ২৪, ২০২৫, ১৪:১৫ অপরাহ্ণ
প্রতি রাতে শিল্পার আয় ২/৩ কোটি টাকা, যুক্তরাষ্ট্রে যাত্রার আবেদন খারিজ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি এবং তার স্বামী রাজ কুন্দ্রা বর্তমানে নানা বিতর্ক এবং প্রতারণা মামলার কারণে আলোচনায় থাকলেও, তাদের মুম্বাইয়ের রেস্তোরাঁ ‘বাস্তিয়ান’ এখনও ব্যবসায়িক দিক থেকে তুঙ্গে। লেখিকা ও সমাজসেবী শোভা দে দাবি করেছেন, প্রতি রাতে ২-৩ কোটি টাকার আয় হয় ‘বাস্তিয়ান’-এ। তার কথায়, প্রতি রাতে প্রায় ১,৪০০ জন খাওয়া-দাওয়া করেন। দিনে আয় প্রায় ২ কোটি টাকা, আর সপ্তাহান্তে তা পৌঁছায় প্রায় ৩ কোটি টাকা।
লেখিকা জানিয়েছেন, নিজের চোখে রেস্তোরাঁটি দেখার পরই তিনি নিশ্চিত হয়েছেন এই তথ্যের সত্যতা। শিল্পার রেস্তোরাঁটি প্রায় ২১,০০০ বর্গফুট জায়গায় বিস্তৃত। শোভা দে জানান, যদিও তিনি কোনো পরিচিত বা তারকা মুখ দেখেননি, তবুও প্রায় ৭০০ জন একসঙ্গে খেতে বসা মানুষ এবং লাখ লাখ টাকার বিল দেখে তিনি চমকে যান। তবে শুধুই রেস্তোরাঁ নয়, শিল্পা ও রাজ কুন্দ্রা বর্তমানে ৬০.৪৮ কোটি টাকার প্রতারণা মামলার মুখোমুখি। মুম্বাই হাইকোর্ট সম্প্রতি তাদের মার্কিন যুক্তরাষ্ট্রে যাত্রার আবেদনও খারিজ করেছে।