• ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আরেকবার চেষ্টা করার বাসনা মাহফুজ আলমের!

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ণ
আরেকবার চেষ্টা করার বাসনা মাহফুজ আলমের!
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক:
আরেকবার চেষ্টা করে দেখার বাসনা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তার এ বাসনা, নতুন ধারার রাজনৈতিক শক্তি তৈরির। শনিবার দিবাগত (১০ জানুয়ারি) রাত ১২টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এ ইঙ্গিত দেন মাহফুজ আলম। পোস্টে তিনি বলেছেন, যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে একসময় আশাবাদী ছিলেন, তাদের সঙ্গে আলোচনার পর তিনি আরেকবার চেষ্টা করে দেখতে চান।
মাহফুজ আলম জানান, নতুনভাবে কাজ শুরু করার কথা বলার পর গত দুই সপ্তাহে তিনি কয়েক শ ছাত্র ও নাগরিকের সঙ্গে কথা বলেছেন, যাঁরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও বিকল্প রাজনৈতিক শক্তি নিয়ে একসময় আশাবাদী ছিলেন। সেই আলোচনার অভিজ্ঞতা তুলে ধরে তিনি লেখেন, ‘যাদের সাথেই কথা হয়েছে, তাদের মধ্যে একধরনের হতাশা ও আস্থাহীনতা দেখেছি। কথা শেষে আমরা এ সিদ্ধান্তে এসেছি যে আমরা সবাই আরেকবার চেষ্টা করে দেখতে চাই।’ মাহফুজ আলম আরও লিখেছেন, ‘আপনারা যারা বৈষম্যহীন ব্যবস্থা, মানবাধিকার, ন্যায়বিচার ও নতুন আর্থরাজনৈতিক বন্দোবস্তে বিশ্বাসী, দ্বিদলীয় (এবারে জোট) কাঠামো নিয়ে অনাগ্রহী, তদুপরি আদর্শিকভাবে আপসহীন এবং পলিসি বেজড রাজনীতি প্রত্যাশা করেন, তারা আশা করি যোগাযোগ করবেন।’

মাহফুজ আলম বলেন, ‘আমরা আপনাদের ক্ষোভ, হতাশা, অপ্রাপ্তি যেমন শুনতে চাই, তেমনি আমাদের দিক থেকে হওয়া ব্যক্তিগত ও সামষ্টিক ভুল, বাস্তব সংকট ও কমতিগুলো নিয়েও কথা বলতে চাই। গত দেড় বছরের পর্যালোচনা শেষে আমরা কীভাবে নতুন করে শুরু করতে পারি, সে সম্ভাবনা নিয়ে আলোচনা করতে চাই।’ আগ্রহীদের সঙ্গে যোগাযোগের জন্য পোস্টে একটি ই-মেইল ঠিকানাও যুক্ত করেন তিনি। পোস্টটি তিনি ‘#জাস্টিসথফরথশহীদথওসমানথহাদি’ হ্যাশট্যাগ দিয়ে শেষ করেন।