Home রাজনীতি চলছে যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি তৈরির কাজ, তারুণ্য-মুখর হবার প্রত্যাশা

চলছে যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি তৈরির কাজ, তারুণ্য-মুখর হবার প্রত্যাশা

স্টাফ রিপোর্টার:
যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি তৈরির কাজ চলছে। কংগ্রেসের আগে দলের গঠনতন্ত্র সংশোধনে গঠিত কমিটি এখনো তাদের  রিপোর্ট চুড়ান্ত করতে পারেনি। ফলে কমিটির আকার নিয়েও কিছুটা সংশয় রয়েছে। এদিকে, মাদক ও ক্যাসিনো কারবারীদের হাতে নিপীড়িত ও পদ বঞ্চিতরা  আবারো সরব রাজনীতিতে। সাথে রয়েছেন সাবেক কমিটির ছোট পদে থাকা নেতারা। এবারের যুবলীগ কমিটি যেন তারুণ্য-মুখর হয় এমনটাই প্রত্যাশা  তাদের।
ক্যাসিনো কাণ্ড ও শুদ্ধি অভিযানের পর গত ২৩শে নভেম্বর যুবলীগের সপ্তম কংগ্রেসের মধ্য দিয়ে আসে নতুন নেতৃত্ব। পূর্নাঙ্গ কমিটি করতে ১৫শ জীবনবৃত্তান্ত যাচাইবাছাই করে কমিটি গঠনের কাজ চলছে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।  এছাড়া, ঢাকার বাইরে যেখানেই যুবলীগের কার্যক্রম প্রশ্নবিদ্ধ হচ্ছে সেখানেই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হচ্ছে।
 যুবলীগের বিতর্কিত নেতৃত্বদের হাতে কোণঠাসা হয়ে থাকা কর্মীরা আবারো সরব হয়ে উঠেছেন রাজনীতিতে। তারা তাদের প্রাপ্য সম্মান ও পদ পেতে তৎপরতা চালাচ্ছেন। এদিকে, যারা মাদক বা ক্যাসিনোর সাথে জড়িত ছিল তারা যাতে যুবলীগের কোন কমিটিতে পদ না পায়, সেজন্য সজাগ রয়েছে দলের হাইকমাণ্ড। এমনকি রাজধানীর বাইরের জেলাগুলোর কার্যক্রমও কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে।
যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, ক্যাসিনো, চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে জড়িত এ ধরণের কেউ যাতে সংগঠনের সঙ্গে যুক্ত হতে না পারে সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি। কেউ যাতে যুবলীগের নামে কোন অপবাদ দিতে না পারে। যেখানেই আমরা অনিয়ম দেখছি সেখানেই আমরা সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি প্রশাসনকেও ব্যবস্থা নেয়ার অনুরোধ করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

আধাঘণ্টায় ৫০ হাজার ইলেকট্রিক গাড়ির অর্ডার পেল শাওমি

দখিনের সময় ডেস্ক: নিজেদের প্রথম বৈদ্যুতিক গাড়ি (ইভি) বাজারে এনেছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যায় এই গাড়ি উন্মোচন করা হয়। আর...

‘স্পেস স্যুট’ ছাড়া মহাকাশে কতক্ষণ বাঁচবেন নভোচারীরা?

দখিনের সময় ডেস্ক: ভীষণ কঠিন একটি কাজ মহাকাশ ভ্রমণ। যখনই একজন মহাকাশচারী যাত্রা শুরু করেন, তার আগে তাকে অনেক প্রস্তুতি নিতে হয়। পৃথিবীর বাইরের এমন...

মোবাইল ফোন চার্জের সময় যেসব বিষয় খেয়াল রাখবেন

দখিনের সময় ডেস্ক: মোবাইল ফোনের ব্যাটারিতে হঠাৎ বিস্ফোরণ বা আগুন ধরার কারণে প্রায়ই প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটছে। মোবাইল চার্জে থাকাকালীন এ ধরনের ঘটনা...

গরমে পুদিনা ভেজানো পানি খাওয়ার উপকারিতা

দখিনের সময় ডেস্ক: গরমে সবার প্রাণই হাঁসফাঁস। কী করলে একটু স্বস্তি পাওয়া যাবে সেই প্রচেষ্টাই সবার। এমন গরমে শরীর ও মন ঠান্ডা রাখে এমন খাবারই...

Recent Comments