ফুলপুরে আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ে ভূমিহীনদের পূর্ণবাসনে ইউএনওর খাসজমি পরিদর্শন।
দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২১, ২২:৪৪ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
মোঃ কামরুল ইসলাম খান।।
ময়মনসিংহের ফুলপুর উপজেলায়,ভূমিহীন ও গৃহহীনদের পূর্ণবাসনের জন্য আশ্রয়ন প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে ভূমিহীনদের আশ্রয়নের ঠিকানা করে দিতে।বিভিন্ন মৌজা পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন।
১৭ ই সেপ্টেম্বর,শুক্রবার সকালে উপজেলার বালিয়া বিহারাংগা,ও বওলা ইউনিয়নের হাতিবান্ধা ও সুতারপাড়া এলাকায় সরেজমিনে খাসজমি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি)ফারজানা আক্তার ববি।
এসময় বওলা ইউনিয়ন ভূমি অফিসের নায়েব আনিসুল হক আকন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এসময় সংশ্লিষ্টদের তৃতীয় পর্যায়ের জন্য দ্রুত গৃহ নির্মাণ উপযোগী খাস জমি খুঁজে বের করতে নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য,জমিও নেই,ঘরও নেই কিংবা ঘর আছে তাতে মাথা গোঁজার অবস্থা নেই।দেশের এমন মানুষদের জন্য আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে তৃতীয় পর্যায়ে ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার।