• ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় ২ অটোরিকশাযাত্রী নিহত

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২১, ২০:০০ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় ২ অটোরিকশাযাত্রী নিহত
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক : 

চাঁপাইনবাবগঞ্জের কানসাটে ট্রাকচাপায় দুই অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের উপজেলার পাইলিং মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন- উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের পারদিলালপুর গ্রামের হারুন আলী (২৬) ও শাহাবাজপুর ইউনিয়নের সন্ন্যাসী এলাকার বাসিন্দা রেনু বেগম (৫৩)।

শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই নুরুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহর থেকে ছেড়ে আসা একটি ট্রাক পাইলিং মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হন ও আহত হন দুজন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।