Home সারাদেশ ফেনীতে স্বর্ণ ডাকাতি: ‘মূল পরিকল্পনাকরী’ পুলিশ কর্মকর্তা গ্রেফতার

ফেনীতে স্বর্ণ ডাকাতি: ‘মূল পরিকল্পনাকরী’ পুলিশ কর্মকর্তা গ্রেফতার

দখিনের সময় ডেস্ক : 

চট্টগ্রামের এক ব্যবসায়ীকে ফেনীতে আটক করে ২০টি স্বর্ণের বার ডাকাতির মামলায় ঘটনার ‘মূল পরিকল্পনাকারী’ এসআই ফিরোজ আলমকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার মনপুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মো. শাহ আলম এই তথ্য নিশ্চিত করেন।

তদন্ত কর্মকর্তা জানান, অধিকতর তদন্তে ঘটনার মূল পরিকল্পনাকারী হিসাবে নিশ্চিত হয়ে এসআই ফিরোজকে গ্রেফতার করা হয়। পরিস্থিতি বুঝে তার বিরুদ্বে রিমান্ড আবেদন করা হতে পারে।

এদিকে, তৃতীয় দফায় ১১ দিনের রিমান্ড শেষে ওসি সাইফুল ইসলাম ও দ্বিতীয় দফায় ৩ দিন করে রিমান্ড শেষে এসআই মোতাহের হোসেন ,এসআই মিজানুর রহমান, এসআই নুরুল হক, এএসআই অভিজিৎ রায় ও এএসআই মাসুদ রানা কারাগারে রয়েছেন।

গত ২৩ আগস্ট মামলার বাদী ব্যবসায়ী গোপাল দাশের গাড়ি চালক শওকত আলী ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন। এরপর ১৮ আগস্ট পুলিশের গাড়ি চালক মঈনুল হোসেন ও আমজাদ হোসেন তুহিন আদালতে জবানবন্দি দেন। পাশাপাশি বাদীর সাবেক ব্যবসায়ী অংশীদার সমিদুল আলম ভুট্টো ১৫ আগস্ট রোববার ডাকাতির ঘটনায় সংশ্লিষ্টতার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তাকেও মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ৮ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুরে চট্টগ্রামের স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি দাশের কাছ থেকে ২০টি স্বর্ণের বার ডাকাতি করা হয়। এ ঘটনায় ১০ আগস্ট জেলা গোয়েন্দ পুলিশ (ডিবি)-এর ওসি সাইফুলসহ ছয় কর্মকর্তার বিরুদ্বে থানায় মামলা দায়ের করেন গোপাল কান্তি দাশ। একইদিন ওই ছয়জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

Recent Comments