• ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

নিউজ বাংলার (NB) এর প্রথম প্রতিষ্ঠাবা‌র্ষিকী

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ১, ২০২১, ০২:৩৩ পূর্বাহ্ণ
নিউজ বাংলার (NB) এর প্রথম প্রতিষ্ঠাবা‌র্ষিকী
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক:

মা‌ল্টি‌মি‌ডিয়া অনলাইন নিউজ পোর্টাল ‌নিউজ বাংলার (NB) এর প্রথম প্রতিষ্ঠাবা‌র্ষিকী ব‌রিশাল রি‌পোর্টার্স ইউ‌নি‌টি‌র হল রু‌মে প‌হেলা অক্টোবর শুক্রবার বেলা ১১টায় বর্নাঢ‌্য অনু্ষ্ঠা‌নের মধ্যে দি‌য়ে পালিত হ‌বে।

উপ‌স্থিত থাক‌বেন প্রশাস‌নিক, রাজ‌নৈ‌তিক, শিক্ষক, সামা‌জিক, সাংস্কৃ‌তিক ও সাংবা‌দিক নেতৃবৃন্দ। আপনারা সক‌লে আম‌ন্ত্রিত।

নিউজ বাংলা সব সময় ব‌রিশা‌লের খব‌রের ভিতর থে‌কে বস্তু‌নিষ্ঠ খবর তু‌লে এনে‌ছে পাঠক‌দের উ‌দ্দে‌শ্যে।

অনলাইন প্লাটফ‌র্মে ভিন্ন মাত্রা যোগ ক‌রে‌ছে নিউজ বাংলা। শুধু লেখা নয়, ভি‌জুয়াল নিউজ প্রকাশ কর‌ছে নিউজ বাংলা। সক‌লের সহ‌যো‌গিতায় এ ধারা অব‌্যহত থাক‌বে।