• ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ভোলায় নিহত ছাত্রদল সভাপতির স্ত্রীর মামলা দায়ের, আসামি ৩৬ পুলিশ সদস্য

দখিনের সময়
প্রকাশিত আগস্ট ১১, ২০২২, ২২:৪২ অপরাহ্ণ
ভোলায় নিহত ছাত্রদল সভাপতির স্ত্রীর মামলা দায়ের, আসামি ৩৬ পুলিশ সদস্য
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক:

ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত জেলা ছাত্রদল সভাপতি নূরে আলমের স্ত্রী ইফফাত জাহান বাদী হয়ে এসআই আনিস এবং ওসি (তদন্ত) আরমানসহ ৩৬ পুলিশ সদস্যকে আসামি করে আদালতে মামলা করেছেন। আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) ভোলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলী-হায়দার কামালের আদালতে এ মামলা দায়ের করেন তিনি। মামলা নম্বর এমপি-৪১৫/২২।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আমিরুল ইসলাম বাছেত জানান, বিজ্ঞ বিচারক আগামী ৮ সেপ্টম্বরের মধ্যে ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জকে মামলা সংক্রান্ত সকল কাগজপত্র আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, গত ৩১ জুলাই বিদ্যুৎ গ্যাস ও তেল ব্যবস্থাপনায় নৈরাজ্যের প্রতিবাদে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিতে আহত হন ছাত্রদল সভাপতি নূরে-আলম। পরে হাসপাতালে মারা যান তিনি। একই ঘটনায় মারা যান স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমও। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপির ৪ শতাধিক নেতাকর্মীকে আসামি করে ২টি মামলা করে। অপরদিকে পুলিশকে আসামি করে নিহত নূরে আলম ও আব্দুর রহিমের স্ত্রী দুটি মামলা করেছেন।