Home নির্বাচিত খবর পটুয়াখালীতে পরিত্যক্ত বোতলের চমৎকার ডাস্টবিন

পটুয়াখালীতে পরিত্যক্ত বোতলের চমৎকার ডাস্টবিন

দখিনের সময় ডেস্ক:
পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি করা চমৎকার ডাস্টবিন দৃষ্টি কাড়ছে পথচারীদের। আনন্দ নিয়েই অনেককে এই ডাস্টবিন ব্যবহার করতে দেখা গেছে। পটুয়াখালী শহরের ঝাউতলা এলাকার ৪ লেন সড়কের রাস্তার ওপরে দেখা মিলছে বোতল দিয়ে তৈরি করা অভিনব ডাস্টবিন। শুধু ঝাউতলা এলাকায়ই নয়, শহরের বাসস্ট্যান্ড, লঞ্চ ঘাট জুবলি স্কুল এলাকায় রয়েছে এই বোতল ডাস্টবিন।
শহরের বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিকদের সম্পৃক্ত করতে এবং যত্রতত্র ময়লা না ফেলার বিষয়ে সচেতনতা সৃষ্টি ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়ে বানানো হয়েছে ডাস্টবিনগুলো। আর অভিনব এই উদ্যোগটি নিয়েছেন পটুয়াখালী জেলা ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান রাইয়ান। তিনি পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ও বর্তমানে পদ প্রত্যাশী। ছাত্রলীগের পক্ষ ব্যক্তি উদ্যোগে তিনি বৃহস্পতিবার শহরের গুরুত্বপূর্ণ স্থানে তিনি পাঁচটি ডাস্টবিন স্থাপন করেছেন। অভিনব এই উদ্যোগের প্রশংসা করেছেন শহরের শিক্ষার্থী থেকে শুরু করে আশপাশের দোকানদার ও পথচারীরা
অভিনব এই উদ্যেগের বিষয়ে মাহমুদুল হাসান রাইয়ান বলেন, আমাদের শহরের বিভিন্ন জায়গায় মানুষ ব্যবহৃত প্লাস্টিকের বোতলগুলো ফেলে রাখে। যা পরিবেশের অনেক বড় ক্ষতি করে। তাই আমি চিন্তা করি এসব পরিত্যক্ত বোতলগুলো কাজে লাগিয়ে মানুষকে কীভাবে সচেতন করা যায়। এরপরই এই উদ্যোগ গ্রহণ করি। তিনি আরও বলেন, পরীক্ষামূলকভাবে পাঁচটি ডাস্টবিন তৈরি করেছি। তবে এখন আরও তৈরি করে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে দেব। ছাত্রলীগের একজন কর্মী হিসেবে এমন একটি উদ্যোগ গ্রহণ করতে পেরে ভালো লাগছে। এটি মূলত মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের একটি উদাহরণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

স্কলারশিপ-এ পাকিস্তানে পড়ার সুযোগ ১০০ বাংলাদেশি, প্রধানমন্ত্রীর অনুমোদন

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন। সংবাদমাধ্যম...

Recent Comments