• ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা নিয়ে গণ্ডগোল, কিলঘুষিতে আইনজীবীর মৃত্যু

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১, ২০২৬, ১৩:৫২ অপরাহ্ণ
প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা নিয়ে গণ্ডগোল, কিলঘুষিতে আইনজীবীর মৃত্যু
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় রিপোর্ট:

বসুন্ধরা আবাসিক এলাকায় প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা নিয়ে গণ্ডগোলের একপর্যায়ে কিলঘুষিতে নাঈম কিবরিয়া (৩৫) নামের এক আইনজীবীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে এই ঘটনা ঘটে।

নিহত কিবরিয়া পাবনা সদরের চক জয়েনপুর গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে। তিনি ঢাকা নিম্ন আদালতে আইনজীবী ছিলেন বলে জানিয়েছেন স্বজনেরা।

এসআই বলেন, ‘আমরা খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ট্রলির ওপর থেকে তাঁর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

এসআই মো. মফিজুল হক বলে, ‘আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, গতকাল রাতে প্রাইভেট কার চালিয়ে যাওয়া সময় বসুন্ধরা আবাসিক এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে প্রাইভেট কারের। পরে মোটরসাইকেল থেকে নেমে ওই মোটরসাইকেল আরোহীরা প্রাইভেট কার চালক নাঈম কিবরিয়াকে কিলঘুষি দিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। পরে স্বজনেরা খবর পেয়ে তাঁকে উদ্ধার করে দ্রুত কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়।’