• ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোপা নিতে আমি মুশফিক ও মাহমুদউল্লাহকে ডাকতে চাই: তামিম

দখিনের সময়
প্রকাশিত মার্চ ২, ২০২৪, ১৬:৫১ অপরাহ্ণ
শিরোপা নিতে আমি মুশফিক ও মাহমুদউল্লাহকে ডাকতে চাই: তামিম
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
জাতীয় দলের একঝাঁক তারকা খেলোয়াড় ছিল এবারের ফরচুন বরিশালে। তাদের মতো ছিলেন দেশের ক্রিকেটের পঞ্চপাণ্ডবের তিন পাণ্ডব-তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। আর টুর্নামেন্ট জুড়ে ব্যাটে-ফিল্ডিংয়ে এই তিন তারকা খেলোয়াড়ের ঝলকে প্রথম বারের মতো বিপিএলের শিরোপা গিয়েছে বরিশালের ক্যাবিনেটে।
বিপিএলের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তোলে বরিশাল। ট্রফি হাতে নেওয়ার সময় তামিম বলেন, ‘শিরোপা নিতে আমি মুশফিক ও মাহমুদউল্লাহকে ডাকতে চাই। আমি এই ট্রফি উৎসর্গ করতে চাই। মাঠে মুশি দারুণ কাজ করেছে। বোলিংয়ের সময় ফিল্ডিংয়ে পরিবর্তনগুলো তারই করা এবং এটি মুশির ট্রফি। কিন্তু অধিনায়ক হওয়ায় কৃতিত্ব পাচ্ছি আমি। এমন টুর্নামেন্টে প্রচুর চাপ থাকে। মুশি আমার ওপর থেকে অনেক চাপ সরিয়ে দিয়েছে, যাতে করে আমি ব্যাটিংয়ে মনোযোগ দিতে পারি। মুশি, রিয়াদ ও বাকিদের সমর্থন ছাড়া এটা সম্ভব হতো না।
প্রথম শিরোপা জয়ে উচ্ছ্বসিত মুশফিক বলেন, ‘এটা আমার তৃতীয় ফাইনাল এবং প্রথম বার জিতেছি। আমাদের ভালোভাবে নেতৃত্ব দেওয়ার জন্য তামিমকে ধন্যবাদ। টিম ম্যানেজমেন্ট ও সাপোর্টিং স্টাফদের কৃতিত্ব দিতে হবে অনেক। তারা সত্যিই কঠোর পরিশ্রম করেছে।’ মাহমুদউল্লাহ বলেন, ‘প্রথমত, আমাদের এখানে ডাকায় তামিমকে ধন্যবাদ। আমি যেখানেই খেলি, সেখানেই চেষ্টা করেছি নিজের সেরা ক্রিকেট খেলার।’