• ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

অভিনেত্রী অঞ্জনা মারা গেছেন

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৫, ০৭:২৯ পূর্বাহ্ণ
অভিনেত্রী অঞ্জনা মারা গেছেন
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা মারা গেছেন। শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অঞ্জনার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর।
রাজধানীর পিজি হাসপাতালে বিগত তিন দিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন অঞ্জনা। জানা যায়, শনিবার সকাল ১১টায় এফডিসিতে অঞ্জনার নামাজে জানাজা হবে। ২৪ ডিসেম্বর নায়িকা অঞ্জনাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার জ্বর ছিল। পরে চিকিৎসকরা জানান, তার ব্লাড ইনফেকশন সারা শরীরে ছড়িয়ে গেছে। এর ফলে হার্ট ও কিডনিতে সমস্যা দেখা দেয়। ফুসফুসে পানি জমেছে। এর মধ্যে স্ট্রোকও হয় একবার।
অঞ্জনা একাধারে অভিনেত্রী ও নৃত্যশিল্পী। দীর্ঘ দিন সিনেমায় কাজ না করলেও তাকে নিয়মিত পাওয়া যেতো চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে। তিনি দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।