দখিনের সময় ডেস্ক:
বাংলাদেশে নারী ও বেকার তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তায় বিশ্বব্যাংক ১৫ দশমিক ৭৫ কোটি ডলারের ঋণ অনুমোদন দিয়েছে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এই অর্থের পরিমাণ প্রায় ১ হাজার ৮৩৯ কোটি ১৫ লাখ টাকা।
বুধবার (২৪ ডিসেম্বর) বিশ্বব্যাংকের ঢাকা অফিস জানায়, এই অর্থ ‘রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট’ (RAISE) প্রকল্পের আওতায় দেওয়া হচ্ছে। নতুন এই অর্থায়নের ফলে পূর্বনির্ধারিত ২ লাখ ৩৩ হাজার সুবিধাভোগীর পাশাপাশি আরও ১ লাখ ৭৬ হাজার তরুণ সহায়তা পাবেন। এর মাধ্যমে প্রকল্পটিতে বিশ্বব্যাংকের মোট সহায়তার পরিমাণ দাঁড়াল ৩৫ কোটি ৭ লাখ ৫০ হাজার ডলারে।
বিশ্বব্যাংক জানায়, প্রকল্পের আওতায় অংশগ্রহণকারীরা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, শিক্ষানবিশ কর্মসূচি, উদ্যোক্তা উন্নয়ন এবং ক্ষুদ্রঋণ সুবিধা পাবেন। পাশাপাশি নারীর ক্ষমতায়নের লক্ষ্যে মানসম্মত শিশু যত্ন কেন্দ্র, গ্রামীণ পর্যায়ে কর্মসংস্থান বিস্তার এবং জলবায়ু সহনশীল জীবিকা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ভারপ্রাপ্ত পরিচালক গেল মার্টিন বলেন, বাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা ও সম্পদ অর্জনের সুযোগ তৈরি হলে তরুণদের জীবনমান ও সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।