• ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শরীয়তপুরের নারী কান্ডের ডিসি ওএসডি

দখিনের সময়
প্রকাশিত জুন ২২, ২০২৫, ০৭:৪২ পূর্বাহ্ণ
শরীয়তপুরের নারী কান্ডের ডিসি ওএসডি
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
শরীয়তপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। একটি ভিডিও নিয়ে সমালোচনার মাঝে তাকে ওএসডি করা হয়েছে। শনিবার (২১ জুন) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
গতকাল শুক্রবার সকালে এক প্রবাসী সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যমে ৫৭ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে দেন। তাতে বলা হয়, শরীয়তপুরের ডিসি মোহাম্মদ আশরাফ উদ্দিন ওই নারীকে ‘বিয়ের স্বপ্ন’ দেখিয়েছিলেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৩ নভেম্বর শরীয়তপুরের জেলা প্রশাসক হিসেবে যোগ দেন আশরাফ উদ্দিন। তিনি ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।