ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রথম চিফ হিট অফিসার বুশরা আফরিনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে প্রায় দেড় ঘণ্টা ধরে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পেছনে রয়েছে সাবেক মেয়র আতিকুল ইসলাম ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ।
জানা গেছে, গত ৭ জানুয়ারি আতিকুল ইসলামের স্ত্রী শায়লা সাগুফতা ইসলাম ও মেয়ে বুশরা আফরিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করে আদালত। দুদক অভিযোগ করছে, মশার লার্ভা নিধনের ওষুধ ছিটানোর যন্ত্র কেনাকাটায় ক্ষমতার অপব্যবহার এবং টেন্ডারে অনিয়মের মাধ্যমে সরকারি অর্থের অপচয়, দুর্নীতি ও অর্থ পাচারের সঙ্গে আতিকুল ইসলাম ও তার সহযোগীরা জড়িত। তাদের নামে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এবং কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিদেশেও আয়বহির্ভূত স্থাবর ও অস্থাবর সম্পদের বিষয়টি অনুসন্ধান করা হচ্ছে। এর আগে, ২০২৪ সালের ১৬ অক্টোবর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে আতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং রিমান্ডে নিয়ে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
দুদক এই দুর্নীতি ও সম্পদ অর্জন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে তৎপর থাকায় বুশরা আফরিনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্ত চলছে এবং ভবিষ্যতে আরও তথ্য প্রকাশ হতে পারে।