নয়াপল্টনের শিশু নির্যাতন মামলায় স্কুল ব্যবস্থাপক আটক
দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২৬, ১০:১১ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
রাজধানীর নয়াপল্টনে এক শিশুশিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি শারমিন একাডেমির ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে মিরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, স্কুলটিতে ভর্তি হওয়ার মাত্র সাত দিনের মাথায় গত ১৮ জানুয়ারি চার বছর বয়সী এক শিশুকে শিক্ষকদের হাতে নির্মম নির্যাতনের শিকার হতে হয়। ঘটনার একটি সিসিটিভি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, গোলাপি শাড়ি পরা এক নারী শিক্ষক শিশুটিকে একটি কক্ষে নিয়ে গিয়ে টেবিলের সামনে বসিয়ে একাধিকবার চড় মারছেন। একই সময় এক পুরুষ শিক্ষক হাতে স্ট্যাপলার নিয়ে শিশুটিকে ভয় দেখান। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, ওই দিন দুপুর ১২টা ৫১ মিনিটে ঘটনাটি ঘটে। ঘটনার পর অভিযুক্ত দুই শিক্ষক আত্মগোপনে চলে যান।
ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর তদন্তের অংশ হিসেবে পুলিশ স্কুলটির ব্যবস্থাপককে গ্রেপ্তার করে। সংশ্লিষ্টরা বলছেন, পুরো ঘটনার সময় শিশুটির মধ্যে তীব্র ভয় ও মানসিক আতঙ্ক স্পষ্ট ছিল। তারা মনে করছেন, শাস্তির নামে এমন সহিংসতা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন অভিভাবক ও সচেতন মহল।