• ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপি নেতার মাথায় গুলি, জানা গেছে সেই সুন্দরীর পরিচয়

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২৫, ০৬:৫০ পূর্বাহ্ণ
এনসিপি নেতার মাথায় গুলি, জানা গেছে সেই সুন্দরীর পরিচয়
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)-এর শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মো. মোতালেব শিকদারকে (৪২) ২২ ডিসেম্বর সোনাডাঙ্গার সবুজবাগ এলাকায় একটি বাসার ভেতরে মাধথায় গুলির ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে প্রথমে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মোতালেবকে যেখানে গুলি করা হয় সেখান থেকে মাদক ও এক নারীর ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে।
তনিমা ও অজ্ঞাত এক যুবক স্বামী-স্ত্রী পরিচয়ে গত নভেম্বরে বাসাটি ভাড়া নেন। ওই বাসায় নিয়মিত যাতায়াত করতেন মোতালেব। ঘটনার পরপরই বাসাটির ভাড়াটিয়া তনিমা ও তার কথিত স্বামী আত্মগোপনে যান। পরে তনিমাকে আটক করা হয়। এনসিপি শ্রমিক সংগঠনের খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদারকে (৪২) গুলির ঘটনায় আটক তনিমা তন্বীকে প্রধান আসামি করে হত্যাচেষ্টার মামলা করা হয়েছে। খুলনা মহানগর ডিবির ওসি তৈমুর হোসেন জানিয়েছেন, ২২ ডিসেম্বর রাতে তাকে আটক করা হয়। এ ঘটনায় মোতালেবের স্ত্রী রহিমা আক্তার ফাহিমা থানায় মামলা করেছেন।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, তনিমা জাতীয় যুবশক্তির খুলনা জেলা শাখার যুগ্ম সদস্যসচিব। গত ৪ অক্টোবর আহ্বায়ক অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম ও সদস্যসচিব ডা. জাহেদুল ইসলামের স্বাক্ষরে যুবশক্তির খুলনা জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়, সেখানে ১ নম্বর যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পান তনিমা।
জানা গেছে, মোতালেবকে গুলি করার সময় তিনি ওই বাড়িতেই অবস্থান করছিলেন। তনিমা বিবাহিত এবং তার স্বামী আছেন। এদিকে বারবার জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন তার স্বামীর নাম তানভির শেখ। তার দাবি তিনি গর্ভবতী।