• ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

চোখবাঁধা-হাতে হ্যান্ডকাফ, মাদুরোর ছবি প্রকাশ করলেন ট্রাম্প

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ণ
চোখবাঁধা-হাতে হ্যান্ডকাফ, মাদুরোর ছবি প্রকাশ করলেন ট্রাম্প

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 80

সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় রিপোর্ট:
এবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই ছবিতে নিকোলাস মাদুরোকে দেখা যায়। তার চোখে কালো মাস্ক দিয়ে ঢাকা, কানে হেডফোন রয়েছে এবং হাতে হ্যান্ডকাফ। তিনি ধূসর রঙের একটি ট্রাকস্যুট পরে রয়েছেন। ট্রুথ স্যোশাল প্লাটফর্মে একটি ছবি শেয়ার করে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘ইউএসএস আইয়ো জিমা নিকোলাস মাদুরো’। ইউএসএস আইয়ো জিমা মূলত একটি মার্কিন যুদ্ধজাহাজ।
এর আগে, ফক্স নিউজকে টেলিফোনে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, নিকোলাস মাদুরো ও সিলিয়া ফ্লোরেসকে মার্কিন জাহাজ ইউএসএস আইয়ো জিমায় করে নিয়ে যাওয়া হচ্ছে। তার আগে হেলিকপ্টারে করে তাদেরকে জাহাজে নিয়ে যাওয়া হয়। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য, সুন্দর একটি ফ্লাইটে গেছেন— আমি নিশ্চিত তারা এটি উপভোগ করেছেন। তবে তারা অনেক মানুষ হত্যা করেছেন, এটা মনে রাখতে হবে।
প্রসঙ্গত, শনিবার মধ্যরাতে আকস্মিক হামলা চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রের সেনারা। এরপর তাদেরকে নিউইয়র্কে নিয়ে আসা হচ্ছে।