ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া করিনা মাচাদোকে ক্ষমতায় বসানো যায় কি না, তা এখনই দেখতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাচাদোকে সমর্থন করার বিষয়ে ফক্স নিউজের করা প্রশ্নের জবাবে তিনি বলেছেন, নরওয়েতে অবস্থানরত মাচাদোকে ভেনেজুয়েলার নেতৃত্ব দেয়ার জন্য সমর্থন দেয়া হবে কি না, তা দেখতে হবে।
এ নিয়ে ট্রাম্প আরও বলেন, আপনারা জানেন, ভেনেজুয়েলার একজন ভাইস প্রেসিডেন্ট আছেন, আমি জানি না এটা কেমন নির্বাচন ছিল, কিন্তু, আপনি জানেন, মাদুরোর নির্বাচন ছিল লজ্জাজনক। মাদুরোকে আটকের বিষয়ে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে প্রতি বছর মাদকের কারণে লাখও মানুষ মারা যাচ্ছে। যেটি আর হতে দেয়া হবে না জানান ট্রাম্প।