স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটেছে। এই দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও কমপক্ষে ৭৩ জন। উচ্চগতির রেলপথে এমন মর্মান্তিক দুর্ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি রেল নিরাপত্তা নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় স্থানীয় সময় কর্ডোবা শহরের কাছে আদামুজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। রেল নেটওয়ার্ক পরিচালনাকারী সংস্থা আদিফ জানায়, মালাগা থেকে মাদ্রিদগামী একটি উচ্চগতির ট্রেন হঠাৎ লাইনচ্যুত হয়ে পাশের রেললাইনে ঢুকে পড়ে। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি ট্রেনও লাইনচ্যুত হলে দুই ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। আন্দালুসিয়ার জরুরি সেবা বিভাগ জানায়, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয় এবং লাইনচ্যুত বগি থেকে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে দীর্ঘ সময় ধরে কাজ চলে। আহতদের কর্ডোবা, সেভিল ও মালাগার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যকার সব রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্পেনের রাজা ফেলিপে ষষ্ঠ, রানি লেতিসিয়া ও প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সরকার ক্ষতিগ্রস্তদের সহায়তায় জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছে।