• ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের শক্তি প্রদর্শন

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ণ
ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের শক্তি প্রদর্শন
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ইরানে তাৎক্ষণিক হামলার সম্ভাবনা নাকচ করলেও এবার কিছুটা কড়া সুরে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, চাপ বজায় রাখতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি বড় নৌবহর উপসাগরীয় অঞ্চলের দিকে এগোচ্ছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) স্থানীয় সময় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়, বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনকে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাম্প এই নৌবহরকে ‘আর্মাডা’ ও ‘বিশাল ফোর্স’ হিসেবে উল্লেখ করে বলেন, প্রয়োজনে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে। তবে তিনি এটিও স্পষ্ট করেন, এই শক্তি ব্যবহার করাই লক্ষ্য নয়। এর আগে ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের পরিকল্পিত ফাঁসি স্থগিতের তথ্য সামনে আসার পর ট্রাম্প হামলার হুমকি থেকে সরে এসেছিলেন।
এদিকে ট্রাম্প আবারও দাবি করেন, তেহরানের বিরুদ্ধে কড়া অবস্থানের ফলে বহু বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর হয়নি। পাশাপাশি তিনি ইরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহের কথাও জানান। ইরান সরকার বলছে, সাম্প্রতিক বিক্ষোভে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যদিও মানবাধিকার সংগঠনগুলোর মতে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।