• ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশিদের ওয়ার্ক ভিসা পুনরায় চালুর আশ্বাস দিল ওমান

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৬, ১৮:৩১ অপরাহ্ণ
বাংলাদেশিদের ওয়ার্ক ভিসা পুনরায় চালুর আশ্বাস দিল ওমান
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক ভিসা পুনরায় চালুর বিষয়ে আশাব্যঞ্জক বার্তা দিয়েছেন ওমানের শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাঈদ বিন আলী বাওয়াইন সালিম আল-বুসাইদি। তিনি জানিয়েছেন, আগামী দুই মাসের মধ্যেই বাংলাদেশের জন্য ওয়ার্ক ভিসা চালু করার উদ্যোগ নেওয়া হবে।
সৌদি আরবে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনের ফাঁকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে এক বৈঠকে এ আশ্বাস দেন ওমানের শ্রমমন্ত্রী। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রিয়াদে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে উপদেষ্টা অনিয়মিত বাংলাদেশি কর্মীদের জরিমানা ছাড়াই বৈধকরণে ওমান সরকারের উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি প্রকৌশলী, চিকিৎসক ও নার্সসহ দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের শ্রমবাজার আরও উন্মুক্ত করার অনুরোধ জানান। পাশাপাশি অদক্ষ ও আধা-দক্ষ কর্মীদের ভিসা স্থগিতাদেশ পুনর্বিবেচনার বিষয়টিও আলোচনায় তোলেন।
ওমানের শ্রমমন্ত্রী জানান, দেশটিতে অবস্থানরত অনিয়মিত ও নথিবিহীন কর্মীদের নিয়মিত করার প্রক্রিয়াকে গুরুত্ব দিয়ে ২০২৩ সাল থেকে অদক্ষ ও আধা-দক্ষ কর্মীদের নতুন ভিসা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। তিনি জানান, পরিস্থিতি পর্যালোচনা শেষে খুব শিগগিরই বাংলাদেশের জন্য ভিসা কার্যক্রম পুনরায় চালু করা হবে। বৈঠকে ড. আসিফ নজরুল অভিবাসন ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার, দক্ষতা যাচাই, প্রাক-বর্হিগমন প্রশিক্ষণ এবং স্বচ্ছতা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। এ ছাড়া চলতি বছরের প্রথমার্ধে মাস্কাটে যৌথ কারিগরি কমিটির বৈঠক আয়োজন এবং দ্বিপাক্ষিক শ্রম সহযোগিতা জোরদারে চূড়ান্ত হওয়া সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাবও দেন তিনি।