ধর্ষণে বাধা দেওয়ায় ১৮ বছরের তরুণের হাতে ৩৪ বছরের নারীকে খুন
দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরু শহরে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর রহস্যময় মৃত্যুর ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে, ৩৪ বছর বয়সী শর্মিলা ডিকে নামে ওই নারীকে ধর্ষণের চেষ্টা রোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ হত্যার ঘটনা ঘটিয়েছে।
তদন্ত সূত্রে জানা গেছে, গত ৩ জানুয়ারি রাতে ১৮ বছর বয়সী কর্নেল কুরাই শর্মিলার ভাড়া বাসায় স্লাইডিং জানালা দিয়ে প্রবেশ করে। তার যৌন লালসার উদ্দেশ্য ছিল। শর্মিলা বাধা দিলে কর্নেল তার মুখ ও নাক চেপে ধরে এবং তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এই সময় শর্মিলা গুরুতর জখম হন। পুলিশ বলেছে, অপরাধ লোপাটের জন্য কর্নেল শর্মিলার পোশাক ও অন্যান্য আলামত শোবার ঘরের তোষকের ওপর রেখে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পালানোর সময় তিনি শর্মিলার মোবাইল ফোনও চুরি করে নিয়ে যান।
মরদেহ উদ্ধারের সময় প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল অগ্নিকাণ্ডের কারণে শ্বাসরোধ হয়ে মারা গেছেন। কিন্তু তদন্তে স্বীকারোক্তি এবং বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে কর্নেলকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে খুন, প্রমাণ ধ্বংসসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। বর্তমানে এই ঘটনায় তদন্ত চলছে। বেঙ্গালুরু পুলিশ এ ধরনের জঘন্য অপরাধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।