• ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

দুদকের ফাঁদে সরকারি কর্মচারী, ঘুষের টাকাসহ হাতেনাতে ধরা

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২৬, ১৮:০০ অপরাহ্ণ
দুদকের ফাঁদে সরকারি কর্মচারী, ঘুষের টাকাসহ হাতেনাতে ধরা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাতা ফাঁদে এবার ঘুষের টাকাসহ হাতেনাতে ধরা পড়েছেন আরেক সরকারি কর্মচারী। চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী কাম অফিস সহকারী শাহ আলমকে গ্রেপ্তার করা হয়েছে, যা আবারও সরকারি দপ্তরে ঘুষের বাস্তব চিত্র সামনে এনেছে।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম। দুদক সূত্রে জানা যায়, সাবেক অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী আ. ন. ম. মুদ্দাছেরুল হক মাসুদ দীর্ঘদিনের বকেয়া ভাতা ও পেনশন সংক্রান্ত সরকারি পাওনা আদায়ের জন্য শাহ আলমের কাছে গেলে তিনি ঘুষ দাবি করেন এবং নানা ধরনের হয়রানি শুরু করেন। এ বিষয়ে লিখিত অভিযোগের পর দুদক কমিশনের অনুমোদনে চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ থেকে অভিযান চালানো হয়। অভিযানের সময় অভিযোগকারী মাসুদের কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ গ্রহণকালে শাহ আলমকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এর আগে একই ধরনের অভিযানে গত ৭ জানুয়ারি যশোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে ঘুষ নেওয়ার সময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলমকে আটক করে দুদক। অভিযোগ অনুযায়ী, এক শিক্ষকের পেনশন ফাইল অনুমোদনের জন্য তিনি এক লাখ ২০ হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন। দুদক জানিয়েছে, সরকারি সেবায় ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।