• ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আরও কমবে মোবাইল ফোনের দাম

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২৬, ১৮:৪২ অপরাহ্ণ
আরও কমবে মোবাইল ফোনের দাম
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
মোবাইল ফোনকে সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে সরকার বড় পরিসরে শুল্ক ছাড় দিয়েছে। পূর্ণাঙ্গ মোবাইল ফোন আমদানিতে শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে, ফলে আমদানি পর্যায়ে মোট শুল্কের বোঝা প্রায় ৬০ শতাংশ কমে গেছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রজ্ঞাপন জারি করে। একই সঙ্গে দেশীয় মোবাইল ফোন সংযোজন শিল্পকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে আলাদা প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। এতে সংযোজনকারী প্রতিষ্ঠানগুলোর কাঁচামাল ও উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়। এর ফলে সংযোজন শিল্পে ব্যবহৃত উপকরণ আমদানিতে শুল্ক প্রায় ৫০ শতাংশ হ্রাস পেয়েছে, যা দেশীয় শিল্পের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।
এই দুই প্রজ্ঞাপনের প্রভাবে বাজারে মোবাইল ফোনের দামে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমদানিকৃত ৩০ হাজার টাকার বেশি দামের প্রতিটি পূর্ণাঙ্গ মোবাইল ফোনের দাম আনুমানিক সর্বোচ্চ ৫ হাজার ৫০০ টাকা পর্যন্ত কমতে পারে। অন্যদিকে, দেশে সংযোজিত একই মূল্যের ফোনের দাম গড়ে প্রায় ১ হাজার ৫০০ টাকা কমার সম্ভাবনা রয়েছে। এনবিআরের মতে, আমদানি ও সংযোজন—দুই ক্ষেত্রেই শুল্ক হ্রাসের ফলে সব শ্রেণির মানুষের জন্য মোবাইল ফোন আরও সহজলভ্য হয়ে উঠবে।