Home খেলাধূলা নেপালে কেন খেলতে যাচ্ছেন তামিম, জানালেন বিসিবির চিকিৎসক

নেপালে কেন খেলতে যাচ্ছেন তামিম, জানালেন বিসিবির চিকিৎসক

দখিনের সময় ডেস্ক : 

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করার পর থেকে ক্রিকেটের বাইরে তামিম ইকবাল। ঘরের মাঠে খেলেননি দুই-দুটি সিরিজ (অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড)। এর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও নিজেকে সরিয়ে নিলেন।

প্রশ্ন উঠেছিল— ইনজুরির কারণে চিকিৎসকরা যে তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন, সেটি মানতেই কি বিশ্বকাপে যেতে চাইছেন না তামিম! কিন্তু দেখা গেল বিশ্বকাপের আগেই নেপালের এভারেস্ট প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগে (ইপিএল) খেলার জন্য মাঠে ঘাম ঝরাচ্ছেন তামিম।

তামিম অবশ্য জানিয়েছিলেন,  দীর্ঘসময় বিরতির পর হঠাৎ করে ক্রিকেটের এই ক্ষুদে সংস্করণের বিশ্বকাপ স্কোয়াডে ঠাঁই পেতে চান না তিনি। জাতীয় দলে জায়গা পেতে সংগ্রাম করে যাওয়া তরুণদের জন্য জায়গা ছেড়ে দিয়েছেন তিনি।

এর পরও বিশ্রাম শেষে তামিমের মাঠে ফেরা ও বিশ্বকাপ রেখে নেপালে খেলতে যাওয়া নিয়ে আলোচনা-সমালোচনা থামছেই না। যে কারণে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, কী কারণে নেপালে ক্রিকেট খেলতে যাচ্ছেন তামিম?

পুনর্বাসনের অংশ হিসেবে নেপালে এভারেস্ট লিগে খেলবেন তামিম— এমনটিই জানালেন বিসিবির প্রধান চিকিৎসক। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দেবাশীষ বলেন, ‘সেখানে খেলার মধ্যে তামিমের অবস্থা বোঝা যাবে। আমরা বুঝতে পারব পরবর্তী সময়ে তাকে কী চিকিৎসা দিতে হবে। এখন পর্যন্ত তামিম আত্মবিশ্বাস পাচ্ছে। স্কিল ট্রেনিং সে করতে পারছে। কিন্তু খেলার ব্যাপারটি অন্যরকম। যতক্ষণ ও আসল খেলার মধ্যে না আসবে, ততক্ষণ নিজেকে ঠিকমতো বুঝতে পারবে না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

মোহিনীর প্রেমের এআর রহমানের বিচ্ছেদ, যা বলছেন পুত্র

দখিনের সময় ডেস্ক: ব্যক্তিজীবন নিয়ে সংবাদের শিরোনামে এআর রহমান। সায়রা বানুর সঙ্গে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যের অবসান। বুধবার রাতে রহমানের স্ত্রী সায়রার আইনজীবী এই খবর...

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

প্রতিদিন ৩-৪ লিটার পানি পান করলে কী হয়?

দখিনের সময় ডেস্ক: ওজন কমানো একটি চ্যালেঞ্জিং কাজ হতে পারে। কঠোর ডায়েট অনুসরণ করা, খাবারের প্রতি লোভ নিয়ন্ত্রণ করা, প্রতিদিন জিমে যাওয়া, কঠোর ওয়ার্কআউট করা...

ডিভোর্সের দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান

দখিনের সময় ডেস্ক: নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে গিটার বাদক মোহিনী দে-র জন্যই হয়ত সায়রাকে ছেড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের। তবে...

Recent Comments