Home আদালত প্রসূতির গর্ভের ফুল পেটে রেখে সেলাই, চিকিৎসকের বিরুদ্ধে মামলা

প্রসূতির গর্ভের ফুল পেটে রেখে সেলাই, চিকিৎসকের বিরুদ্ধে মামলা

দখিনের সময় ডেস্ক:

পিরোজপুর শহরে এক প্রসূতি নারীর সিজারের সময় পেটের অংশ বেশি কেটে ও গর্ভের ফুলের অংশ রেখে অপরিষ্কার রেখেই পেট সেলাই করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে এক চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।

আজ মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে পিরোজপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইকবাল মাসুম এ মামলার বিষয়ে পিরোজপুর সিআইডিকে তদন্ত করে দেখতে আদেশ দেন। এ ছাড়া জেলা সিভিল সার্জনকে বোর্ড বসিয়ে ভুক্তভোগীর মতামত নিতে আদেশ দেন।

ভুক্তভোগী মনিরা বেগম (২২) পিরোজপুর সদর উপজেলার আলামকাঠী এলাকার জসিম খানের স্ত্রী। বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মামলায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন আইডিয়াল ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমের চিকিৎসক ডা. শিকদার মাহমুদ ও এক হাসপাতালের ম্যানেজার সঞ্জয় মিস্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী এ এস ওমান জানান, পিরোজপুর শহরের আলামকাঠী এলাকার জসিম খান তার প্রসূতি স্ত্রী মনিরা বেগমকে নিয়ে চিকিৎসার জন্য ডা. শিকদার মাহমুদের কাছে গেলে তিনি তাদের আইডিয়াল ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে ভর্তি হওয়ার পরামর্শ দেন। গত ৮ জুলাই ওই নার্সিং হোমে শিকদার মাহমুদের তত্ত্বাবধানে প্রসূতিকে ভর্তি করা হলে ক্লিনিকের ম্যানেজারের চাপে দুপুরেই মনিরা বেগমের সিজারের সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে দুপুরে ডা. শিকদার মাহমুদ তড়িঘড়ি করে ক্লিনিকে এসে সিজার করেন। সিজারের সময় মনিরা বেগমের পেট প্রয়োজনের চেয়ে বেশি কেটে ফেলেন এবং নবজাতক শিশুর নাভির অংশ কেটে তা না বেঁধে রাখা হয়। এ ছাড়া প্রসূতির গর্ভের ফুলের অংশ পেটের ভেতরে রেখে পেট সেলাই করে তিনি চলে যান। তিনি আরও জানান, এরপর মনিরা বেগমকে বাড়ি নিয়ে গেলে কয়েক দিন পরেই মনিরার প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। তখন আইডিয়াল ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে গিয়ে ডা. শিকদার মাহমুদকে বিষয়টি জানালে তিনি রোগীকে কোনো চিকিৎসা না দিয়েই পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। রোগীকে সেখানে ভর্তি করা হলে তার অবস্থা আরও খারাপ হলে খুলনার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রোগীর মোট ১৪ ব্যাগ রক্ত দিতে হয়।

খুলনা হাসপাতালের চিকিৎসকরা রোগীর অবস্থা আশঙ্কাজনক দেখে পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পান যে গর্ভের ফুলের অংশ পেটের ভেতরে রেখে অপরিষ্কারভাবেই পেট সেলাই করা হয়েছে। এরপর ডা. শিকদার মাহমুদ ও ক্লিনিকের ম্যানেজারের বিরুদ্ধে ভুক্তভোগী প্রসূতি নারী মনিরা বেগমের স্বামী জসিম খান আদালতে মামলাটি করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিদেশে চিকিৎসা নিরুৎসাহিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

দখিনের সময় ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, বিদেশে চিকিৎসা নিরুৎসাহিত করতে হবে। সেজন্য তিনি দেশে চিকিৎসকদের আরো বেশি সেবার মনোভাবী হওয়ার অনুরোধ জানান।...

তীব্র গরমে ছয় বিভাগে স্বস্তির খবর

দখিনের সময় ডেস্ক: দেশজুড়ে গরমের হাঁসফাঁস পরিস্থিতির মধ্যেই ঢাকাসহ ৬ বিভাগে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে...

সারা দেশে ৩ দিনের হিট অ্যালার্ট

দখিনের সময় ডেস্ক: দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের তীব্রতা বাড়তে পারে এবং অব্যাহত থাকতে পারে, এমন আশঙ্কা থেকে ৩ দিনের জন্য সতর্কতামূলক হিট অ্যালার্ট...

ডাল-ভাত নয়, মানুষ এখন মাছ-মাংস নিয়ে চিন্তা করে: প্রধানমন্ত্রী

দখিনের সময় ডেস্ক: কৃষির উন্নয়নে সমবায় পদ্ধতি চালু করতে পারলে জীবনেও খাদ্যের অভাব হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ...

Recent Comments