• ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

তাসনুভা তিশার জীবনের সবচেয়ে বড় আক্ষেপ

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২৪, ১৩:২০ অপরাহ্ণ
তাসনুভা তিশার জীবনের সবচেয়ে বড় আক্ষেপ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা সম্প্রতি আলোচনায় এসেছেন একটি সাহসী মন্তব্য করে। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবেই বলেন, “বিয়ে করাটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল।” ২০১৪ সালে ভালোবেসে ফারজানুল হককে বিয়ে করে একটি ছেলে ও একটি মেয়ের মা হন তিনি। তবে চার বছরের মধ্যেই সেই সংসার ভেঙে যায়, এবং ২০১৮ সালে বিচ্ছেদের ঘোষণা দেন।
এরপর দীর্ঘদিন সিঙ্গেল মাদার হিসেবে সন্তানদের বড় করেন তিশা। ২০২২ সালে নতুন করে মো. আসকারকে বিয়ে করে আবার সংসার জীবনে প্রবেশ করলেও, বিয়ের ব্যাপারে তার মত বদলায়নি। তিনি বলেন, “বিয়ে একটি বিশাল দায়িত্ব, বিশেষ করে মেয়েদের জন্য। অন্য পরিবারের সঙ্গে মানিয়ে নিতে হয়, যা সবসময় সহজ নয়। আমি আমার সন্তানদের বিয়েতে কোনো উৎসাহ দেব না। তবে তারা যদি নিজেরা আগ্রহী হয়, সেটি তাদের সিদ্ধান্ত।”
এদিকে, আরশ খানের সঙ্গে জুটি বেঁধে একাধিক নাটকে কাজ করে প্রেমের গুঞ্জনে জড়িয়েছেন তিশা। যদিও তিনি জানিয়েছেন, তাদের সম্পর্ক কেবল পেশাগত। ক্যারিয়ারের শুরু থেকে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করে দর্শকদের ভালোবাসা কুড়িয়েছেন তাসনুভা তিশা। কিন্তু ব্যক্তিগত জীবনে বিয়ে নিয়ে তার আক্ষেপ যেন তাকে নতুন আলোচনায় এনেছে।