• ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বিনিয়োগে গতি আনতে সম্মেলনে প্রধান উপদেষ্টা

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৫, ১৭:৩৩ অপরাহ্ণ
বিনিয়োগে গতি আনতে সম্মেলনে প্রধান উপদেষ্টা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’-এর তৃতীয় দিনে অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৯ এপ্রিল) সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি বক্তব্য রাখেন এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশের বর্তমান বিনিয়োগ-পরিবেশ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এছাড়া এই দিনে পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ইন্টারনেট সেবা উদ্বোধন করেন তিনি, যা বাংলাদেশের ডিজিটাল কানেক্টিভিটিতে এক নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
বক্তব্যে ড. ইউনূস বলেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিগত মাসগুলোতে প্রশাসনিক সহজীকরণ, জ্বালানি নীতিমালায় সংস্কার এবং অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। তিনি জানান, এখন বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ এক উন্মুক্ত ও সম্ভাবনাময় বাজার। পাশাপাশি দেশব্যাপী ইন্টারনেট ব্যবস্থাকে আরও কার্যকর করে তুলতে মহাকাশ প্রযুক্তির ব্যবহার সময়োপযোগী পদক্ষেপ বলেও মন্তব্য করেন তিনি।
চারদিনব্যাপী এ সম্মেলনের প্রথম দুইদিনেই চীন, কোরিয়া, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। অর্থনৈতিক খাতে সম্ভাবনাময় প্রকল্পে বিনিয়োগের জন্য বেশ কয়েকটি আন্তর্জাতিক ব্যাংক ঋণপ্রস্তাব দিয়েছে বলেও জানা গেছে। সম্মেলনের বাকি অংশে বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তরের যৌক্তিকতা তুলে ধরার পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য নিরবচ্ছিন্ন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা।