• ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নিজের আকিকা নিজেই আদায় করা সম্ভব কি?

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ১, ২০২৫, ২১:১২ অপরাহ্ণ
নিজের আকিকা নিজেই আদায় করা সম্ভব কি?
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
আকিকা আরবি শব্দ, যার আভিধানিক অর্থ হলো কাটা, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা, জানের সদকা দান করা এবং আল্লাহর দেওয়া নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। ইসলামি পরিভাষায় আকিকা মানে হলো নবজাতকের পক্ষ থেকে পশু জবেহ করা। আলেমরা অধিকাংশ সময় আকিকাকে সুন্নতে মুয়াক্কাদাহ বা অত্যন্ত সুন্নত হিসেবে বিবেচনা করেছেন। অনেকেই কৌতূহল প্রকাশ করেন—নিজের আকিকা কি মানুষ নিজেই করতে পারে?
ফুকাহা ও কেরামদের মতে, শিশু অবস্থায় যদি কারো জন্য আকিকা করা না হয়, তবে বড় হয়ে তিনি নিজেই নিজের আকিকা আদায় করতে পারেন। হজরত আনাস (রা.) উল্লেখ করেছেন, নবুওয়তের সময় রসুলুল্লাহ সা. নিজের জন্য আকিকা করেছেন। হজরত হাসান বসরি (রা.) বলেন, যদি শিশু অবস্থায় আকিকা করা না হয়, তখন প্রাপ্তবয়স্ক হয়ে নিজেই তা সম্পন্ন করা যায়। এছাড়া হজরত আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে বলা হয়েছে, পুত্র সন্তানের জন্য দুটি ও কন্যা সন্তানের জন্য একটি পশু আকিকা করা উত্তম।
শিশুর জন্মের সপ্তম দিন আকিকা করা সুন্নত। তবে যদি সপ্তম দিনে করা সম্ভব না হয়, তাহলে চৌদ্দতম বা একুশতম দিনেও তা আদায় করা যায়। হজরত বুরায়দা (রা.) থেকে বর্ণিত হাদিসে রসুলুল্লাহ সা. বলেছেন, “সপ্তম দিন, চতুর্দশ দিন অথবা একুশতম দিন আকিকা কর।” ছেলের জন্য দুটি বকরি এবং মেয়ের জন্য একটি বকরি দিয়ে আকিকা করা সুন্নত এবং এভাবে তা নবজাতকের জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে থাকে।