বাংলা সিনেমার জনপ্রিয় জুটি সালমান শাহ ও মৌসুমীকে ঘিরে গুঞ্জন দীর্ঘদিনের—তাদের দূরত্ব নাকি তৈরি হয়েছিল নায়িকা শাবনূরের কারণে। তবে সম্প্রতি সালমান শাহের সাবেক ম্যানেজার মো. মুনসুর আলী এক সাক্ষাৎকারে জানান, প্রকৃত কারণ ছিলেন সালমানের স্ত্রী সামিরা হক।
মুনসুর আলীর ভাষ্য অনুযায়ী, সামিরা হকের সন্দেহ থেকেই সালমান ও মৌসুমীর সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। তিনি জানান, “ভাবি মৌসুমী ম্যামকে নিয়ে খুবই মাইন্ড করতেন। তাই ‘দেনমোহর’ সিনেমার পর ভাই আর তাঁর সঙ্গে কাজ করতে চাননি।” এমনকি ‘দেনমোহর’-এর পরও বেশ কিছু ছবির প্রস্তাব আসলেও, তাতে মৌসুমী থাকায় সালমান শাহ সেগুলো ফিরিয়ে দেন। ম্যানেজারের মতে, ব্যক্তিগত জীবনের এই চাপই পর্দার বাইরে তাদের দূরত্ব তৈরি করে।
তিনি আরও বলেন, শাবনূরের সঙ্গে সালমানের সম্পর্ক ছিল সম্পূর্ণ পেশাদার ও পারিবারিক। শাবনূরকে প্রথম দেখাতেই সালমান বলেছিলেন, “তুমি আমার ছোট বোনের মতো।” তাদের জুটির সাফল্য আসে ‘তুমি আমার’ সিনেমা দিয়ে, যা ঢালিউডে নতুন অধ্যায় সূচনা করে। তবে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের রহস্যজনক মৃত্যু আজও অমীমাংসিত রয়ে গেছে—যেনো এক অসমাপ্ত গল্প, যা এখনও ভক্তদের হৃদয়ে গভীর বেদনায় বাজে।