• ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল থেকে ঢাকামুখী পাঁচ লক্ষাধিক বিএনপি কর্মী

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০২৫, ১৭:৫৯ অপরাহ্ণ
বরিশাল থেকে ঢাকামুখী পাঁচ লক্ষাধিক বিএনপি কর্মী
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানী ঢাকায় স্মরণকালের বড় জনসমাগম ঘটাতে প্রস্তুতি নিচ্ছে দলটি। এ কর্মসূচিকে কেন্দ্র করে বরিশাল বিভাগে ব্যাপক সাংগঠনিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।
দলীয় সূত্র জানায়, বিভাগীয় থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত নেতাকর্মীরা ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলার নেতারা জানিয়েছেন, অন্যান্য বিভাগের তুলনায় বরিশাল থেকেই সর্বাধিক সংখ্যক নেতাকর্মী ঢাকায় উপস্থিত হওয়ার পরিকল্পনা রয়েছে। উজিরপুরের বই ব্যবসায়ী লিটন ফকির বলেন, দীর্ঘদিন ধরে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে তৃণমূল পর্যায়ে অনিশ্চয়তা ছিল, তবে এখন সেই সংশয় কেটে গিয়ে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স জানান, শুধু তাদের উপজেলা থেকেই ১৫ থেকে ২০ হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন।
বরিশাল বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন বলেন, কয়েক দফা সভার মাধ্যমে প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে এবং বিভাগ থেকে পাঁচ লক্ষাধিক নেতাকর্মী সড়ক ও নদীপথে ঢাকায় যাবেন। দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন জানান, জেলা থেকে চারটি লঞ্চ ও অন্তত ২০টি বাসের ব্যবস্থা করা হয়েছে, পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও বহু নেতাকর্মী ইতোমধ্যে রওনা হয়েছেন। উল্লেখ্য, ২০০৮ সাল থেকে লন্ডনে অবস্থানরত তারেক রহমান আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢাকায় ফেরার কথা রয়েছে।