উদার তারেরক রহমান, এসএসএফ’র সাবেক ডিজির কাছে দুঃখপ্রকাশ
দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
জনপ্রিয় ধারণা, আগামী সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যা গরিষ্ঠ আসন পাবে এবং প্রথানমন্ত্রী হবেন তারেক রহমান। এই সম্ভাবনা বিএনপির অনেকের মাথা নষ্ট করে দিলেও তারেক রহমানকে স্পর্ষ করেনি, তাঁকে আহংকারী অথবা বেপরোয়া করে তোলেনি। এর একাধিক প্রমান রেখেছেন তিনি। এ ধারায় সর্বশেষ সংযোজন হলো ৯ ডিসেম্বর।
স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সাবেক মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল (অব.) ফাতেমী রুমির সঙ্গে অতীতের একটি অনাঙ্ক্ষিত ঘটনায় দুঃখপ্রকাশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের । মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়াপারসনের রাজনৈতিক কার্যালয়ে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যদের মতবিনিময় সভায় এই দুঃখ প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বক্তব্যের একপর্যায়ে তারেক রহমান বলেন, ‘এটা একান্ত পার্সোনাল ব্যাপার। তারপরও আমি একটু এখানে উল্লেখ করতে চাচ্ছি। রুমি সাহেব আম্মার (খালেদা জিয়া) সময় এসএসএফর ডিজি ছিলেন। তিনি এখানে উপস্থিত আছেন। রুমি সাহেব আপনার নিশ্চয় মনে আছে পুরান ঢাকা থেকে আমিন বাজারে একটা মিছিল হয়েছিল। সেই পুরা মিছিলটা আমিও হেঁটে এসেছিলাম। আম্মাও সেই মিছিলে ছিলেন। সেই মিছিলে অনেক ভিড় হট্টগোল ছিল। আপনি আমাকে কোনোএকটা কিছু বলেছিলেন। এটার জন্য আমি খুবই দুঃখিত যে সেদিন আপনার সঙ্গে একটু রূঢ় ব্যবহার করেছিলাম। সবকিছু মিলে আমি খুবই দুঃখিত। অনেক দিন আপনাকে রিচ করার চেষ্টা করেছি জন্য। আই রিকোয়েস্ট মাই অ্যাপোলজি। আজকে সুযোগ পেয়েছি। আই অ্যাম রিয়েলি সরি ফর দ্যাট।‘ জবাবে মেজর জেনারেল (অব.) সাদিক হাসান রুমি বলেন, ‘আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। যেটা বলেছেন থ্যাংক ইউ ভেরি মাচ। আই উইল রিমেম্বার ইট।’